রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের বড়াইগ্রামে স্বাধীনতার মাসে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক নুর মোহাম্মদ শেখের দুই মেয়েকে সংবর্ধনা দেয়া হয়েছে। মৌখাড়া ইসলামিয়া মহিলা অনার্স কলেজ ও মৌখাড়া ইসলামিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় সংবর্ধিত বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের বড় মেয়ে মোছা. হাসিনা হক ও মেজো মেয়ে মোছা. সুফিয়া বেগম বক্তব্য রাখেন। এ দুটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শের আলী শেখের সভাপতিত্বে গতকাল রোববার আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস, অধ্যক্ষ লুৎফর রহমান, প্রধান শিক্ষিকা আফরোজা খাতুন রেখা, মুক্তিযোদ্ধা ও কবি ফরিদ আহমেদ, মুক্তিযোদ্ধা মানিক ভূইয়াঁ, সহকারী অধ্যাপক আবু সাঈদ ও আনসার আলী বক্তব্য রাখেন। সভায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের নাতি নাজমুল হোসেন, নাতনী তাহেরা খাতুন ও তার স্বামী নাহিদ হাসান উপস্থিত ছিলেন। এর আগে তারা দুজন কলেজের নবনির্মিত গেট উদ্বোধন করেন এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।