Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসডি স্কুলে মঞ্চায়িত হলো ড্রিম অ্যা সার্কাস টেল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১২:০২ এএম

মহামন্দার সময় সালিভান সিস্টারদের সংগ্রামী জীবনকে ফুটিয়ে তোলার লক্ষ্যে ‘ড্রিম অ্যা সার্কাস টেল’ নামক নাটকের আয়োজন করে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। আইএসডি স্কুল মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। মূল নাটকটিতে দুই বোনের সংগ্রামী জীবনকে তুলে ধরা হয়, যারা তাদের পারিবারিক সার্কাসকে পুনরুদ্ধার করতে চেয়েছিল। মহামন্দার সময় কাজের সুযোগ অনেক কমে গিয়েছিল। বিনোদনও বলতে গেলে ছিল লুপ্তপ্রায়। এর ফলে, সালিভান ফ্যামিলি সার্কাস ১৯৩০- এর দশকে আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এমিলি জেন এবং লুলা সালিভান আর্থিক অনটন থেকে তাদের সার্কাসকে পুনরুদ্ধার করার চেষ্টা করেন। পরবর্তীতে, তারা তাদের শো’তে মূল আকর্ষণ হিসেবে আন্তর্জাতিক মানের জাদুকরকে নিয়ে আসে। স্কুলের পারফর্মিং এবং ভিজ্যুয়াল আর্টস বিভাগের পরিচালক স্টেসি ওর্ট-বিলিংসলি স্কুলটির শিক্ষকবৃন্দ ও ৬ থেকে ১২ গ্রেডের ৫০ জনেরও অধিক শিক্ষার্থীর সহযোগিতায় নাটকটির নির্দেশনা দেন। নাটকটি মঞ্চস্থ হওয়া প্রসঙ্গে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার পারফর্মিং এবং ভিজ্যুয়াল আর্টস বিভাগের পরিচালক স্টেসি ওর্ট-বিলিংসলি বলেন, ‘আমাদের স্কুলের শিক্ষার্থীরা যে কোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এটি শিক্ষা কিংবা বিনোদন, যে কোন ক্ষেত্রেই হতে পারে। তাদের উৎসাহ ছাড়া নাটকটি মঞ্চস্থ হওয়া সম্ভব হতো না। বিষয়টি সফলভাবে সম্পন্ন করা কোন সহজ কাজ না। কিন্তু আমাদের শিক্ষার্থীরা দক্ষতার সাথে এটি করে দেখিয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রিম অ্যা সার্কাস টেল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ