Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

টি-টোয়েন্টি টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ৫:৫৬ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজে জয়ের মিশনে নামছে বাংলাদেশ। আগামীকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই সিরিজের টিকিটের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পাওয়া যাবে ম্যাচের টিকিট। আগামীকাল প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়। টি-টোয়েন্টি সিরিজের জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা। ক্লাব হাউজ (শহীদ জুয়েল/শহীদ মুশতাক স্ট্যান্ড) এর টিকিটের মূল্য ৩০০ টাকা করে। সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০ টাকা করে। সর্বনিম্ন ১০০ টাকা মূল্য ইস্টার্ন স্ট্যান্ডের।

জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ এই সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। পাওয়ার্ড বাই পার্টনার হিসাবে আছে ওয়ালটন। এই সিরিজে টাইগারদের স্পন্সর হিসাবে আছে আকাশ ডিটিএইচ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ