Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিম্বাবুয়ে বেশ শক্ত প্রতিপক্ষ : মাহমুদউল্লাহ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ৪:৪৯ পিএম

চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই বাংলাদেশের হাতে বেশি সময় নেই। এজন্য এখন থেকেই বিশ্বকাপ নিয়ে ভাবছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগামীকাল (সোমবার) থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লড়াইয়ে নামার আগে আজ (রোববার) এমনটাই জানিয়েছেন তিনি।

দল হিসেবে টি-টোয়েন্টিতে উন্নতির সময়টা এখন মনে হয়েছে মাহমুদউল্লাহর। তাই এ তারকা সোমবার থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজে চোখ রাখছেন তীক্ষ, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব বেশি দূরে নেই। দল হিসেবে উন্নতি করার এটাই সঠিক সময়। একেকটি ম্যাচ ধরে এগোলে এবং জিতলে আত্মবিশ্বাস বাড়বে।’

টি-টোয়েন্টিতে ছোট দল, বড় দল বলে কিছু নেই। যে দিন যে দল ভালো খেলবে সেই জিতবে। তবে এ ফরম্যাটে সব সময় বাড়তি একটা চ্যালেঞ্জ থাকে। যা জয় করতেই সোমবার মিরপুরে নামবে বাংলাদেশ। আজ এ বার্তাই দিয়েছেন অধিনায়ক,‘চ্যালেঞ্জ তো থাকবেই। যার সঙ্গে খেলুন, প্রতিটি দলই চ্যালেঞ্জিং। আমরা টেস্ট ও ওয়ানডে সিরিজে ভালো ক্রিকেট খেলে জিতেছি। তারপরও এই সংস্করণে জিম্বাবুয়ে বেশ শক্ত প্রতিপক্ষ। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটসম্যান-বোলাররা ভালোভাবে তাদের কাজটা করছে। সব কিছু মিলিয়ে আমরা ভালো ক্রিকেট খেলছি। এটাই বজার রাখার আশা থাকবে।’

যেকোন ফরম্যাটের ক্রিকেটে জিম্বাবুয়ে ভালো দল। তাই তাদের বিপক্ষে জয় পাওয়া টি-টোয়েন্টি সহজ হবে না বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ। তবে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে সফরকারীদের হারাতে পারবে বাংলাদেশ। বিশ্বাস এ ডানহাতি ব্যাটসম্যানের, ‘জিম্বাবুয়ে খুবই ভালো দল। তারা ভালো ক্রিকেট খেলছে। আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে সাফল্য পাব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ