Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ৩:৫৭ পিএম

জিম্বাবুয়ের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ারকে গতকাল (শনিবার) সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

তিনি এর আগে ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পাওয়া সুনীল জোশির জায়গায় কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচের দায়িত্ব নিলেন তিনি। ৫১ বছর বয়সী সাবেক জিম্বাবুইয়ান তারকা সহায়তা করবেন পাঞ্জাবের প্রধান কোচ অনীল কুম্বলকে।

এ দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে অ্যান্ডি বলেন, ‘কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচের নিয়োগ পেয়ে আমি সত্যি উচ্ছ্বসিত এবং অনীল কু্ম্বলের সঙ্গে কাজ করে আইপিএলের এই সংস্করণে আমাদের দলকে সাহায্য করবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ