নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পাকিস্তান সুপার লিগে (পিএসএল)’র ২১তম ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে বড় ব্যবধানে জিতেও পয়েন্ট টেবিলে সবার শেষে জায়গা হলো লাহোর কালান্দার্সের। শনিবার রাতে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লাহোর ৮ উইকেটে হারায় কোয়েটাকে। টসে জিতে লাহোর প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কোয়েটা গ্লাডিয়েটর্সকে। ব্যাট করতে নেমে কোয়েটা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তোলে মাত্র ৯৮ রান। সোহেল খান ৩৫ বলে সর্বোচ্চ ৩২ রান এবং জাহিদ মাহমুদ ১৯ বলে অপরাজিত ১৯ রান করেন। লাহোরের সমিত প্যাটেল মাত্র ৫ রানে শিকার করেন ৪ উইকেট এবং শাহিন আফ্রিদি ২০ রানে তুলে নেন ২ উইকেট।
জবাবে জয়ের জন্য মামুলি লক্ষ্য তাড়া করতে গিয়ে লাহোর কালান্দার্স ১১.৫ ওভারে ২ উইকেটে ১০০ রান করে বড় জয় তুলে নেয়। মোহাম্মদ হাফিজ ৩২ বলে ৩৯ ও বেন ডাঙ্ক ২১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। কোয়েটা গ্লাডিয়েটর্সের মোহাম্মদ নাওয়াজ ৯ রানে পান ২ উইকেট। ম্যাচ সেরা নির্বাচিত হন লাহোরের সমিত প্যাটেল। এই জয়ে ছয় ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় সবার শেষে জায়গা হলো লাহোরের। আট ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া কোয়েটা গ্লাডিয়েটর্সের অবস্থান পাঁচে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।