রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আটকের একদিন পর মানসিক ভারসম্যহীন এক বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ। গত শুক্রবার বিকালে উপজেলার আজোয়াটারী সীমান্তের ৯৪২ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের নিকট পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম শফিকুর ইসলাম (৩৫)। সে উপজেলার রোশন শিমুলবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
বিজিবি জানায়, গত বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ৯৪৩ নম্বর পিলারের নিকট দিয়ে ভারতে প্রবেশ করে শফিকুল। পরে ভারতীয় ১৯২ ব্যাটালিয়নের শিউটি-১ ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জহিরুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ১৯২ বিএসএফ ব্যাটালিয়নের অধীন শিউটি কোম্পানি কমান্ডার (এস আই) এসকেএম আলী নেতৃত্ব দেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এস এম তৌহিদ-উল-আলম জানান, বিএসএফ ফেরত দেয়ার পর শুক্রবার রাতে মানসিক ভারসম্যহীন ওই যুবককে স্থানীয় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।