প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ড্যানিয়েল ক্রেইগ একসময় বলেছিলেন আরও একটি ‘জেমস বন্ড’ ফিল্মে অভিনয় করার চেয়ে তিনি হাতের কবজি কেটে ফেলাকে অগ্রাধিকার দেবেন। এমনকি বন্ড সিরিজের শেষ ফিল্ম ‘নো টাইম টু ডাই’র প্রচারে উল্লেখ করা হয়েছে এটিই ৫২ বছর অভিনেতার শেষ বন্ড পারফর্মেন্স। কিন্তু জানা গেছে ক্রেইগ তার সিদ্ধান্ত বদলেছেন এবং তাকে তার ক্যারিয়ারের ষষ্ঠ বন্ড ফিল্মে দেখা যেতে পারে। এক সূত্র বলেছে, “আগে যেমন দাবী করা হয়েছে তার বিপরীতে ড্যানিয়েল ক্রেইগ সম্ভবত ‘জেমস বন্ড’ যাত্রা শেষ করেননি। চার বছর আগে ‘স্পেক্টার’ মুক্তি পাবার আগে তিনি যেমন অবস্থায় ছিলেন সেই অবস্থানে আছেন; তিনি সেসময় স্পষ্ট বলেছিলেন, তার বন্ড নিয়ে যথেষ্ট হয়েছে, সময় গেছে তিনি মত বদলেছেন।” চরিত্রটির মাঝে কিছু একটা আছে যা চুম্বকের মত টানে অভিনেতা এটি অন্যের হাতে তুলে দিতে চায় না। দর্শকরা দেখতে চাইছে ‘নো টাইম টু ডাই’ সিরিজের সবচেয়ে সফল পর্ব হয় কী না।” জানা গেছে তাই যতি হয় তাহলে ক্রেইগ আরেকবার সিরিজে ফিরতে পারেন। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়াল’ দিয়ে তিনি বন্ড সিরিজে কাজ শুরু করেন। ২০১৫তে তিনি এক সাক্ষাতকারে আরেকটি ফিল্মে ফিরবার কথা জিজ্ঞাসা করা হলে বলেন : “”আমি একটি গ্লাস ভেঙে বরং কবজি কেটে ফেলব। না , এখন নয়। একেবারেই নয়। এই মুহূর্তে যথেষ্ট হয়েছে। আমি অন্য কাজে মন দিতে চাই।” এপ্রিলে ‘নো টাইম টু ডাই মুক্তি পাবার কথা ছিল কিন্তু করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে তা নভেম্বরে পিছিয়ে দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।