রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সীতাকুন্ড এলাকার মাদামবিবিরহাটের মোহাম্মদ আলতাফ হোসেন নামে এক ব্যক্তি ঘর ভাড়া নিয়ে ভূমি’র মালিকানা দাবি করার অভিযোগ উঠেছে। জামাল গংদের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। গতকাল শনিবার সকালে সীতাকুন্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী হাজী মফিজুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, একবছর পূর্বে আমার ভাড়া ঘরে আসেন জামালের মামা মোহাম্মদ আলতাফ। ভাড়া নেয়ার কিছু দিন পর সে ভাড়া নিয়ে তালবাহানা শুরু করে। ভাড়া পরিশোধ করতে বললে তিনি আমাদেরকে হুমকি দিত। তিনমাস পূর্বে তাকে ঘর ছেড়ে চলে যেতে বললে সে ক্ষিপ্ত হয়ে আমাদেরকে গালাগাল করেন। আমি এর প্রতিবাদ করলে মোহাম্মদ আলতাফ এবং তার সহযোগীরা আমাদের উপর হামলা করে। একইদিন তারা আমার নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করে দেয়। রাজমিস্ত্রী শফি কাজ বন্ধের প্রতিবাদ করলে দা-ছুরি নিয়ে হামলা করা হয় তাকে। পরবর্তীতে সে আমাদেরকে উল্টো হুমকি দিয়ে বলে ভাড়া ঘর ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে বললে এবং মাসিক ভাড়া দাবি করলে আমাদের সবাইকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এঘটনার পর আলতাফ ও তার ১০ সহযোগীকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করি। আমাদের বৈধ সম্পত্তি আত্মসাৎ ও হয়রানির উদ্দেশ্যে আলতাফের সহযোগী মোহাম্মদ জয়নাল জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহন শাখায় আপিল করেন। আপিল বিভাগ শুনানি শেষে তাদের আবেদন খারিজ করে দিয়ে আমাদের মালিকানা বৈধ বলে ঘোষণা করেন। সে এখন ভাড়াটিয়া হয়ে ভূমি’র মালিক দাবি করছে। আমি এবং আমার পরিবার এই ভূমিদস্যুর হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী, ভূমি মন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি আমি। এসময় উপস্থিত ছিলেন, খতিজা বেগম,মোঃ সাইফুল ইসলাম ও আব্দুল মান্নান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।