প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জেনিফার উইঙ্গেট অভিনীত ‘বেহাদ ২’-এর টিভি সম্প্রচারের যবনিকা হচ্ছে এমন সংবাদ প্রকাশিত হবার সপ্তাহ খানেক পর সোনি টিভি এক বিবৃতিতে জানিয়েছে, এমন কথা সত্য নয়। “গুজব রটেছে ‘বেহাদ ২’-এর টিভি সম্প্রচার শেষ হচ্ছে এবং তা সোনিলাইভ ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্মে চলে যাবে। এমন কথা অসমর্থিত এবং সত্য নয়, ‘বেহাদ ২’সহ সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের সব ফিকশন অনুষ্ঠানের গল্প সীমাবদ্ধ এবং যৌক্তিকভাবে কাহিনীর যবনিকা হয়,” : বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ২০১৯-এর ডিসেম্বরে ‘বেহাদ ২’ শুরু হয়। এই সিরিয়ালে আরও অভিনয় করেন আশিস চৌধারি। সোনি টিভিতে ২০১৬তে শুরু হয়ে ২০১৭’র শেষে বন্ধ হয়ে যায় ‘বেহাদ’ সিরিয়ালটি। সেসময় কেন্দ্রীয় ভূমিকায় জেনিফারের সঙ্গে ছিলেন কুশল ট্যান্ডন। তুমুল জনপ্রিয়তা না পেলেও বিপুল দর্শক সিরিয়ালটি উপভোগ করেছে, বিশেষ করে মায়ার ভূমিকায় জেনিফার উইঙ্গেটের অভিনয় দর্শকরা মনে রেখেছে। মায়া চরিত্রটির কারণেও নির্মাতারা সিরিয়ালটিকে ‘বেহাদ ২’ নামে ফিরিয়ে আনে। প্রথম দিতে কিছুটা জনপ্রিয়তা আর দর্শক আগ্রহ সৃষ্টি করতে পারলেও টিআরপি ধরে রাখতে পারেনি ‘বেহাদ ২’ আর তা নিয়েই গুজব সৃষ্টি হয় সিরিজটির সম্প্রচার বন্ধ হয়ে যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।