Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস কনফারেন্স

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

দেশের চিকিৎসকদের ৮ম জাতীয় সম্মেলন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৯টায় অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস-এর আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মহাসচিব ডা. ইহতিশামুল হক চৌধুরী দুলাল। অনুষ্ঠানে শিশু সার্জারিতে বিশেষ অবদানের জন্য অধ্যাপক কামরুজ্জামান লাইফ টাইম অ্যাচিভমেন্ট স্বর্ণপদক দেয়া হয় ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. আব্দুর রাহেদ খানকে। বিএমএ সভাপতি অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি মেকিক্যাল ট্রাস্ট-এর চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী কামরুজ্জামান, সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. ইউনুস, অধ্যাপক ডা. কবিরুল ইসলাম, অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডা. এহসানুল হক কাজল ও ওসাকা মেডিক্যাল সেন্টার জাপানের অধ্যাপক আকিত কুবুতা। এছাড়া এপিএসবির জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক ডা. মির্জা কামরুল জাহিদ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশে ৮০ হাজার চিকিৎসক সেবা দিয়ে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ