Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত ডাক্তার, ক্লিনিক বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

একজন চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ার ফলে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ বলেছে, ওই ক্লিনিকে ৭০ জন রোগিকে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানে দায়িত্ব পালন করছিলেন ওই চিকিৎসক। যুক্তরাষ্ট্র থেকে ২৯ ফেব্রুয়ারি মেলবোর্ন ভিত্তিক জেনারেল প্র্যাকটিশনার ওই চিকিৎসক দেশে ফিরেছেন। ডেনভার থেকে তিনি সান ফ্রান্সিসকোতে যান স¤প্রতি এক অভ্যন্তরীণ ফ্লাইটে। সান ফ্রান্সিসকো থেকে যান মেলবোর্নে। ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ০০৬০তে করে তিনি সফর করার সময় থেকেই সর্দিতে আক্রান্ত হন। এ কথা জানিয়েছেন ভিক্টোরিয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জেনি মিকাকোস। এরপর ২রা মার্চ থেকে ৬ই মার্চের মধ্যে তিনি প্রায় ৭০জন রোগির চিকিৎসা দেন। জেনি মিকাকোস বলেন, ওই চিকিৎসক যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কাই বেশি। তিনি যে ক্লিনিকে কাজ করতেন তা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে করোনায় জরুরি অবস্থা কাটাতে চারটি বিশেষ করোনা ক্লিনিক খোলা হয়েছে মেলবোর্নে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ