মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক ছাতার নিচে ব্রিটেনের প্রিন্স হ্যারি ও তার স্বামী মেগান মার্কেল। লন্ডনের রাস্তায় বৃষ্টিতে একে অপরের হাত ধরে তারা হাঁটছিলেন। রোমান্টিক মুহ‚র্তের এই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। রাজপরিবার ছাড়ার ঘোষণার পর এই প্রথম তাদেরকে লন্ডনে আবার একসঙ্গে দেখা গেল। ছবিটি নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। টুইটারে ভক্তরা লাইক করার পাশাপাশি রিটুইটও করেছেন। রোমান্টিক এ ছবির প্রশংসায় ভরে গেছে টুইটার। ডিউক এন্ড ডাচেস অব সাসেক্স হ্যারি ও মেগান গত জানুয়ারিতে রাজপরিবার এবং রাজদায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার অংশ হিসেবে ৩১ মার্চ নাগাদ রাজদায়িত্ব ছেড়ে দিচ্ছেন হ্যারি ও মেগান। এর আগে শেষবারের মতো লন্ডনে ‘এনডেভর ফান্ড এওয়ার্ডস’ অনুষ্ঠানে যাওয়ার আগেই বৃহস্পতিবার লন্ডনের রাস্তায় লোকজনের মধ্যে বৃষ্টিতে ছাতার নিচে তাদের একসঙ্গে হাঁটার এক রোমান্টিক মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। দুইজনের পোশাকেই ছিল নীলের ছোঁয়া। ঠোঁটে মিষ্টি হাসি আর একে অপরের চোখে চোখ রেখেছিলেন তারা। যদিও ছাতার নিচে হ্যারি-মেগানের এমন ছবি এটাই প্রথম নয়। ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় একটি রাজকীয় সফরকালে হ্যারি এক বক্তব্য রাখার সময় মেগানকে ছাতা ধরে থাকতে দেখা গেছে। তাদের আগের ঐ ছবিটির সঙ্গে এবারের ছবির তুলনাও শুরু করছেন ভক্তরা। বিবিসি,ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।