নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে ৫০তম জয়ের দিন বিদায় নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ক্যারিয়ারের শেষ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে সংবাদ সম্মেলনে এসেছিলেন ম্যাশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক হিসেবে তৃপ্তি নিয়েই বিদায় জানিয়েছেন। মাশরাফি বলেন, ‘অনুভূতি মিশ্র। আমার ভাল-খারাপ উভয়ই লাগছে। অধিনায়ক হিসেবে খুব ভাল ভাবে শেষ করতে পেরেছি। সেটাও অন্যরকম ভাল লাগার।’
সাংবাদিকদের সঙ্গে দলের ভবিষ্যৎ নিয়েও আলাপ করেছেন তিনি। তিন বছর পর ভারতে বসবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতার ১৩তম আসরে টাইগারদের শেষ চারে দেখতে চান মাশরাফি, ‘আমি খুব আশাবাদী। আমার মনে হয় ২০২৩ সালের বিশ্বকাপে আমরা সেমিফাইনাল খেলবো। খেলা হবে উপমহাদেশে। আর আমাদের নবীন ও তরুণ প্রজন্ম তখন একদম পরিণত হয়ে উঠবে। এখন যারা বয়সে তরুণ ও পুরোপুরি পরিণত হয়ে ওঠেনি, তারা সবাই ওই বিশ্বকাপের আগেই টগবগ করে ফুটতে শুরু করবে। তাই আমরা বিশ্বাস, আগামী বিশ্বকাপে আমরা সেমিফাইনাল খেলব।’
পাশাপাশি দল হিসেবে ওয়ানডেতে বাংলাদেশকে ভালো অবস্থানে রাখেই ইতি টানলেন তিনি, ‘সত্যি বলতে এটা ভালো লাগছে যে অধিনায়ক হিসেবে দলকে একটা ভালো জায়গায় রেখে শেষ করতে পারছি, আর জিতেও শেষ হয়েছে।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।