Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে বাস ও লরি সংঘর্ষে যুবক নিহত

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ৩:০৯ পিএম

বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় বাস ও লরি সংঘর্ষে (৪২) নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১০ জন। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাক লোড-আনলোড পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে ঢাকাগামী সি-লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাক লোড-আনলোড পয়েন্ট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার নিহত হয়। এ সময় আরও ১০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও বঙ্গবন্ধু সেতু ট্রাফিক সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হেলপারের লাশ ও ১০ জন আহত বাসযাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাস ও লরি সংঘর্ষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ