নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ-জিম্বাবুয়ে, ৩য় ওয়ানডে
টস : জিম্বাবুয়ে (বোলিং), সিলেট
বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
তামিম অপরাজিত ১২৮ ১০৯ ৭ ৬
লিটন ক রাজা ব মুম্বা ১৭৬ ১৪৩ ১৬ ৮
মাহমুদউল্লাহ এলবি মুম্বা ৩ ৪ ০ ০
আফিফ ক উইলিয়ামস ব মুম্বা ৭ ৪ ১ ০
অতিরিক্ত (লেবা ১, নো ২, ও ৫) ৮
মোট (৩ উইকেট, ৪৩ ওভারে) ৩২২
উইকেট পতন : ১-২৯২ (লিটন), ২-৩১২ (মাহমুদউল্লাহ), ৩-৩২২ (আফিফ)
বোলিং : মুম্বা ৮-০-৬৯-৩, তিশুমা ৬-১-৪৮-০, রাজা ৭-০-৬৪-০, মাধেভেরে ৫-০-২৯-০, তিরিপানো ৮-০-৬৫-০, উইলিয়ামস ৯-১-৪৬-০।
জিম্বাবুয়ে ইনিংস রান বল ৪ ৬
কামুনহুকমুই ক লিটন ব মাশরাফি ৪ ৪ ১ ০
চাকাভা বোল্ড তাইজুল ৩৪ ৪৫ ১ ০
টেলর ক মিঠুন ব সাইফউদ্দিন ১৪ ১৫ ৩ ০
উইলিয়ামস বোল্ড আফিফ ৩০ ৩৬ ৫ ০
মাধেভেরে ক মিরাজ ব সাইফউদ্দিন ৪২ ৪২ ৩ ১
রাজা ক নাঈম ব সাইফউদ্দিন ৬১ ৫০ ৫ ২
মাতুম্বামি রানআউট ০ ২ ০ ০
মুতুম্বজি ক নাঈম ব মুস্তাফিজ ৭ ৬ ১ ০
তিরিপানো বোল্ড তাইজুল ১৫ ১৮ ০ ২
মুম্বা অপরাজিত ৪ ৬ ০ ০
তিশুমা বোল্ড সাইফউদ্দিন ০ ১ ০ ০
অতিরিক্ত (লেবা ১, ও ৬) ৭
মোট (অলআউট, ৩৭.৩ ওভারে) ২১৮
উইকেট পতন : ১-৫ (কামুনহুকমুই), ২-২৮ (টেলর), ৩-৭৪ (উইলিয়ামস), ৪-১১৩ (চাকাভা), ৫-১৫০ (মাধেভেরে), ৬-১৬৪ (মুতুম্বামি), ৭-১৭৩ (মুতুম্বজি), ৮-২০২ (তিরিপানো), ৯-২১৮ (রাজা), ১০-২১৮ (তিশুমা)।
বোলিং : মাশরাফি ৬-০-৪৭-১, সাইফউদ্দিন ৬.৩-০-৪১-৪, মিরাজ ৮-০-৪৭-০, মুস্তাফিজ ৬-০-৩২-১, আফিফ ২-০-১২-১, তাইজুল ৯-০-৩৮-২।
ফল : বাংলাদেশ ১২৩ রানে জয়ী (ডি/এল)।
ম্যাচ সেরা : লিটন কুমার দাস (বাংলাদেশ)।
সিরিজ : তিন ম্যাচে বাংলাদেশ ৩-০ তে জয়ী।
সিরিজ সেরা : তামিম ইকবাল ও লিটন দাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।