পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন বাণিজ্যমেলা মাঠে নিজের গায়ে আগুন দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তবে গতকাল বিকেল পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বাণিজ্যমেলা মাঠে গায়ে আগুন দিয়ে এক যুবক দৌঁড়াদৌঁড়ি করছিল। এ সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল সে। পরে ওই মাঠের পাশের রাস্তা থেকে পথচারীরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে এর আগেই তিনি মারা যান। পরে লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শেরেবাংলা নগর থানার এসআই নুরুল ইসলাম জানান, আগুনে পুড়ে তার শরীর পুরো কালো হয়ে গেছে। ধারণা করা হচ্ছে নিজের গায়ে নিজেই আগুন দিয়েছে। তবে গতকাল বিকেল পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরো জানানা, ময়না তদন্ত শেষে তার পরিচয় সনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। তবে গতকাল বিকেল পর্যন্ত তার সন্ধানে কোনো স্বজন আসেননি। স্বজন আসলে ডিএনএ পরীক্ষা করে লাশ হস্তান্তর করা হবে এবং তার মৃত্যুর কারণ জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।