Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিবি অফিসের নির্মাণাধীন প্রধান ফটক ধসে ৪ শ্রমিক আহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ১২:০১ এএম

রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের অফিসের নির্মাণাধীন প্রধান ফটক ধসে চার শ্রমিক আহত হয়েছেন। গতকাল সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আহতরা হলেন- রাজমিস্ত্রী রবিউল ইসলাম (৩৫), রডমিস্ত্রী মিলন শেখ (৩৫), ঢালাইমিস্ত্রী আব্দুর রশিদ (৬০) ও ইলিয়াস হোসেন (৩৫)।
আহতরা জানান, বেশ কিছুদিন ধরেই এখানে সেন্টারিং ও রডের কাজ চলছিল। গতকাল সকাল থেকে গেটের ওপরের ছাদ ঢালাই করা হচ্ছিল। এক পর্যায়ে অতিরিক্ত চাপে ছাদ ধসে পড়ে যায়। এ সময় তারা চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, আহদের হাত-পা, মাথাসহ শরীরের কিছু অংশে আঘাত লাগে। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিবি

২০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ