Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে ১৩ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সাভার : | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ১২:৩৯ এএম

ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছোট কাভার্ড ভ্যান ও বিভিন্ন দেশিয় ধারালো অস্ত্রসস্ত্র। গতকাল ভোর রাতে হেমায়েতপুরের হারুলিয়ার তালতলা এলাকার রাস্তার পাশে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- আবুল হোসেন (৩০), মহিউদ্দিন (৪৫), রাজু মিয়া (৩০), সুরুজ মিয়া (৩৫), জালাল মাদবর (৫০), আবুল হোসেন ফকির (৪০), রাসেল শিকদার (২৮), আমজাদ হোসেন (৪৫), পাগল চন্দ্র মনিদাস (৫৫), আইয়ুব আলী (৪৪), সাদেক মিয়া (৪১), মনির হোসেন (৪৫), আবুল হোসেন ফকির (৪০)। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। দিনের বেলায় তারা সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে ভাড়া থেকে রাতের বেলায় ডাকাতি করতে বের হতো।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ওসি) আবুল বাসার জানান, গত বুধবার দিবাগত গভীর রাতে হেমায়েতপুরের হারুলিয়া এলাকায় একদল ডাকাত কাভার্ড ভ্যান যোগে ডাকাতি করবে এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানকে অনুসরণ করতে থাকে ডিবি পুলিশ সদস্যরা। এক পর্যায়ে ডাকাত দলটি হেমায়েতপুরের হারুলিয়া এলাকার একটি নির্জন মাঠের পাশে কাভার্ড ভ্যান থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিতে থাকে।
পরে ভোররাতের দিকে ডিবি পুলিশ ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছে থাকা দুটি শাবল, দুটি রামদা, দুটি চাপাতি, কুড়াল, বড় ছোড়া উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে একই এলাকা থেকে আরো দুই জনকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (তদন্ত) আলী আকবর জানান, গ্রেফতার ডাকাতরা মুন্সিগঞ্জ, গাজীপুর, ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে নানা অপরাধ কর্মকাÐ সংঘটিত করত। মূলত তারা গরু চুরি করলেও সুযোগ বুঝে ডাকাতি করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতি ও চুরির কথা স্বীকার করেছে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ