Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ক্ষমা চেয়েই পার অভিযুক্তরা

ইবিতে র‌্যাগিং

ইবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ১২:০২ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যাগিংয়ের শিকার হয়েছেন সমাজ কল্যাণ বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী। এঘটনায় ভুক্তভোগী ছাত্রী বিভাগীয় সভাপতি বরাবর লিখিত অভিযোগ করলে ঘরোয়া পরিবেশে ক্ষমা চাওয়ার মাধ্যমে বিষয়টির সমাধান করেছেন কর্তৃপক্ষ।
জানা গেছে, সোমবার আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন সাথী, অনন্যা নারগিস, তাজমীন নাহার এবং জান্নত-ই-কাওনাইন মাকনুন র‌্যাগ দেয় ঐ ছাত্রীকে।
এ ঘটনায় ভূক্তভোগী ছাত্রীর অভিযোগ পত্রটি প্রক্টরকে দিয়েছিল বিভাগ সভাপতি প্রফেসর ড. শাহিনুর রহমান। প্রক্টর তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা থাকলেও ভুক্তভোগী ও অভিযুক্তদের নিয়ে গত বুধবার দুপুরের দিকে আলোচনায় বসে উভয় বিভাগের সভাপতি। র‌্যাগিং এর মতো অপরাধের বিচার শুধুমাত্র ক্ষমা চাওয়াতেই সীমাবদ্ধ হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে এর পূর্বে বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং এর ঘটনায় কয়েকজন শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, শুনেছি বিভাগের সভাপতিরা বসে বিষয়টি সমাধান করেছেন। তবে এ বিষয়ে এখনো তদন্ত শেষ হয়নি। আগামী শনিবার প্রতিবেদন জমা দিবো। এ বিষয়ে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা বলেন, বিষয়টি প্রক্টর আগেই শুনেছিল। তারপর আমরা উভপক্ষ শুনলাম। আসলে যেটুকু শুনলাম, তাতে শাস্তিযোগ্য বিষয় বলে আমার কাছে মনে হয় নি। সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন, মেয়েটির অভিযোগের ভিত্তিতে সবাই বসেছিলাম। যে ঘটনাটি ঘটেছে, সেটি র‌্যাগিংয়ের পর্যায় পড়ে না। অভিযুক্তরা নিঃশর্ত ক্ষমা চেয়েছে ও মেয়েটি ক্ষমা করে দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভাপতি

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ