Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে তালামীযের বিক্ষোভ

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ভারতের দিল্লীতে মুসলমানের উপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা।

গতকাল বুধবার বিকেলে স্থানীয় গোয়ালাবাজার বায়তুল মোয়াজ্জম জামে মসজিদ থেকে মিছিলটি বের করা হয়। ঢাকা-সিলেট মহাসড়কসহ বাজারের গুরুত্বপূর্ণ সড়কে সর্বস্থরের মুসলিম জনতাকে সাথে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে এক পথ সভায় তারা বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতজন্ম বার্ষিকীতে খুনি ধাঙ্গাবাজ মোদি এনে বাংলাদেশকে কলষিত করবেন না। কারণ তার হাত মুসলমানের রক্তে রঞ্জিত।

বক্তব্য রাখেন তালামীযের কেন্দ্রীয় সহ অফিস সম্পাদক তৌরিছ আলী, আনজুমানে আল ইসলাহ ওসমানীনগরের সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, সাবেক সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল বাছিত, মাওলানা ইউনুছ আলী, সিলেট পশ্চিম জেলা তালামীযে শাখার সহ সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, ওসমানীনগর উপজেলা তালামীযের সভাপতি মাহবুব খান, ওসমানীনগর উপজেলার সাবেক সভাপতি শাকির আহমদ চৌধুরী প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালামীয


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ