Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি ক্ষমতায় যেতে ভারতের দাসত্ব করতেও প্রস্তুত : ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ৯:৩৬ পিএম | আপডেট : ৯:৩৭ পিএম, ৪ মার্চ, ২০২০

রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি ভারতের দাসত্ব করতেও প্রস্তুত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারত আমাদের বন্ধু। এখানে দাসত্বের কোনো বিষয় নেই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দিল্লির দাসত্ব করতেও প্রস্তুত। এর প্রমাণ এই নরেন্দ্র মোদী যখন নির্বাচিত হলেন, তখন ঢাকায় ভারতীয় হাইকমিশনের অফিস খোলার আগেই বিএনপির প্রতিনিধিরা হাজির হয়েছিলেন ফুল নিয়ে। এখন তাদের লজ্জা করে না নরেন্দ্র মোদীর বিরোধিতা করা? গতকাল বুধবার আওয়ামী লীগের জেলার নেতাদের মধ্যে সদস্য সংগ্রহ বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে জেলা নেতাদের কাছে সদস্য সংগ্রহ বই হস্তান্তর করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, এর জন্য মুজিববর্ষে তাদের প্রতিনিধিত্ব থাকতেই হবে। নরেন্দ্র মোদী ভারতের প্রতিনিধি হিসেবেই আসবেন। আমাদের ক্ষামতার উৎস জনগণ। একইসঙ্গে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানে বিতর্কিতদের দলে না ভেড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের দলের নতুন সদস্য সংগ্রহ বা নবায়ন কার্যক্রমে বিতর্কিত ব্যক্তিদের পরিহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্টভাবে বলে দিয়েছি, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদখলকারী মাদকবিক্রেতা, স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক অশুভ শক্তি এরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। বিতর্কমুক্তদের দলের প্রাথমিক সদস্যপদ দেওয়া হবে। প্রাথমিক সদস্য কারও বিরুদ্ধে বিতর্ক থাকলে, তাদের সদস্যপদ নবায়ন করা হবে না। জেলায় এ ধরনের নির্দেশ পাঠিয়ে দিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমূখ।



 

Show all comments
  • [email protected] ৪ মার্চ, ২০২০, ৯:৪৬ পিএম says : 0
    ওবায়দুল কাদের ভাই ঠিক বলেছেন, যদি বলা হয় মিস্টার রহমান নাম চেঞ্জ করে নামের পিছনে মোদি লাগাবেন ক্ষমতায় যেতে তাও উনি করবেন। দাসত্ব কাকে বলে ও কত প্রকার ও কি কি বিএনপি ক্ষমতায় গেলে শিখিয়ে দেবে। মুসলমান ভাই দিল্লিতে গণহত্যার শিকার হলো বিএনপি একটি কথাই বলল না!
    Total Reply(0) Reply
  • মাহেশ বাবু ৪ মার্চ, ২০২০, ৯:৫৮ পিএম says : 0
    আপনার কোনো কথার সাথে কখনও একমত না হলেও এই কথার সাথে একমত। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য যে কোনো শর্ত দিলে বিনা দ্বিধায় মেনে নেবে। বিএনপি সেই আর আগের বিএনপি নেই। ক্ষমতার জন্য সব করতে পারে।
    Total Reply(0) Reply
  • মুক্তিকামী জনতা ৪ মার্চ, ২০২০, ১০:০৭ পিএম says : 0
    আপনার সাথে সহমত পোষণ করলাম। বিএনপি ভারতের দাসত্ব করার জন্য উদগ্রীব হয়ে আছে। শুধু ক্ষমতায় আনার প্রতিশ্রুতি দিলেই হবে।
    Total Reply(0) Reply
  • কাজল খান ৪ মার্চ, ২০২০, ১০:১০ পিএম says : 0
    ওবায়দুল কাদের সাবের কথার যথার্থতা আছে। দিল্লিতে মুসলমানদের বিরুদ্ধে এত বড় একটা সহিংসতা হয়ে গেল অথচা এ নিয়ে তাদের কোনো বক্তব্যই নাই। এটাই প্রমাণ করে বিএনপি ভারতের করুণা ভিক্ষার আসায় চেয়ে আছে, কখন ক্ষমতায় বসাবে।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ মোশাররফ ৪ মার্চ, ২০২০, ১০:২০ পিএম says : 0
    ‘‘সিলেবাস হারিয়ে গেলে একটি ছাত্র যেমন বুঝতে পারে না, সে কোথা থেকে পড়া শুরু করবে, কি কি পড়বে, কি কি পরীক্ষায় আসবে, কোন কোন পড়া গুরুত্বপূর্ণ, কি পড়লে লাভ হবে- বিএনপির হয়েছে সেই দশা। বিএনপি এখন একটা সিলেবাস হারানো রাজনৈতিক দল। দলটি বুঝতেই পারছে আসলে তার কি করা উচিত, কিভাবে করা উচিত, কি করলে লাভ হবে (অথবা বুঝতে চা্ইছে না)? কোনো রাজনৈতিক দল শক্তিতে দূর্বল হয়ে গেলে সে কোনো একসময় শক্তি ফিরিয়ে আনতে পারে। কিন্তু বুদ্ধিতে দূর্বল হয়ে গেলে তার অবস্থা হয় কুমির ও শেয়ালের চাষের গল্পের মতো। আগা-গোড়া যাইই করুক সে হারতে থাকবে। রাজনৈতিক আদর্শ হারিয়ে দলটি আজ হতবুদ্ধি। দুইদিন আগেই দেখলাম, বিএনপির সিনিয়র নেতা রিপন সাহেব শ্রীংলার সাথে বৈঠক করে হাস্যজ্বল ছবি ফেসবুকে দিয়েছেন। এ দ্বারা তিনি কি বোঝাতে চাইলেন তা জানি না। কিন্তু জাতি কি বুঝলো তা তার পোস্টের নিচে জাতির কমেন্ট দেখলে সহজেই বোঝা যায়। জাতির একজন অধম সদস্য হিসেবে সহস্র কমেন্টের মধ্যে আমি লিখেছিলাম, ‘কোনো লাভ হবে না।’ তাই ই হোলো। শেষ মুহুর্তে শ্রিংলা বিএনপি নেতাদের সাথে বৈঠক বাতিল করলেন। এরপর যা হবার তাই হলো, বিএনপি অফিসের আবাসিক নেতা রুহুল কবীর রিজভী বলে দিলেন, “শেখ হাসিনা তার নিজের পিতার নামে ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন। যেকোন মূল্যে তাকে ঢাকায় আনার জন্য নিজ দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কয়েকদিন আগে দিল্লিতেও গণহত্যার পর ভারতের প্রধানমন্ত্রী কি এখন বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট উপলব্ধি করতে পারছেন? দিল্লিতে সুপরিকল্পিতভাবে গণহত্যা সংঘটিত হয়েছে। দেশের জনগণের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য এই সরকারের উচিত ছিল ভারতে গণহত্যার প্রতিবাদ করা ” মি. রিজভী সরকার করে নাই, করবে না- এটাই বাস্তবতা। তার কারণও না বোঝার কিছু নেই। কিন্তু আপনারা কি করেছেন? আপনাদের কোনো কর্মসূচি কি ছিলো? সবচেয়ে বড় কথা, আপনারা যদি এই বক্তব্যে বিশ্বাসই করেন, তাহলে মোদীর তৃতীয় শ্রেণীর প্রতিনিধি শ্রীংলার সাথে বৈঠক করতে রাজী হয়েছিলেন কেন? আপনার যদি শ্রীংলার সাথে বসতে এতো উদগ্রীব থাকেন, তাহলে সরকারের মোদীকে আনতে সমস্যা কোথায়? মোদী এপয়েন্টমেন্ট দিলে কী করতেন? প্রশ্ন উঠতে পারে, মোদীর সাথে বৈঠকের দরখাস্ত খারিজ হয়ে যাওয়াতেই কি এই অনুযোগ? কিন্তু এই কোশেশ কি ভবিষ্যতে আর করবেন না? শুরুতেই বলেছি, সিলেবাস হারালে যা হয়! সেদিন দেখলাম, বিএনপির সিনিয়র নেতারা বলছেন, ‘এই সরকারের অধীনে আমরা সব নির্বাচনে অংশ নিতে চাই। অংশ নিয়ে নিয়ে জাতিকে দেখাতে চাই এই সরকারের অধীনে সুষ্ঠূ নির্বাচন সম্ভব নয়।’ দারুন পরিকল্পনা!! আশা করি (গত নির্বাচনের মতো)আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সরকারকে বিজয়ী করিয়ে শুধু জাতিকে নয়, বিশ্ববাসীকেও চোখে আঙুল দিয়ে বিএনপি দেখাতে সক্ষম হবে, এই সরকারের অধীনে সুষ্ঠূ নির্বাচন সম্ভব নয়। পাবলিকরে দোচুনা না ভাবলে এমন কথা কেউ কইতে পারে বিশ্বাস করা কঠিন। কিন্তু পাবলিক সেটা নয়।’’ সৌজন্যে: সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ
    Total Reply(0) Reply
  • f alam ৪ মার্চ, ২০২০, ১০:৪২ পিএম says : 0
    বিএনপি ক্ষমতায় যেতে ভারতের দাসত্ব করতেও প্রস্তুত, শুধু বিএনপি কেন আপনারা আলীগ আরো বেশী করছেন না বুজি, আপনারা তো দাসত্ব ছাড়াও ঐটাসহ চুছচেন ক্ষমতায় ঠিকে থাকার জন্য
    Total Reply(0) Reply
  • NASIM ALI ৪ মার্চ, ২০২০, ১০:৫৯ পিএম says : 0
    YOU ARE WRONG
    Total Reply(0) Reply
  • Shofikul Alam Chowdhury ৪ মার্চ, ২০২০, ১১:০৫ পিএম says : 0
    জ্বী জনাব। কথাটা এভাবে বলে দিবেন সেটা কি করে হয়? সরাসরি বলেই দিলেই পারেন।
    Total Reply(0) Reply
  • Md Elias ৪ মার্চ, ২০২০, ১১:০৬ পিএম says : 0
    এই কথাই প্রমাণিত হয় আপনারা যতটুকু দাসত্ব করতেছেন তার চেয়ে ও বেশি দাসত্ব করার সুযোগ বিএনপিকে দিবেন না
    Total Reply(0) Reply
  • Yousuf ৪ মার্চ, ২০২০, ১১:০৬ পিএম says : 0
    গু খায় সব মাছে নাম পরে টেংরা মাছের
    Total Reply(0) Reply
  • মোস্তাফিজুর রহমান সম্রাট ৪ মার্চ, ২০২০, ১১:০৬ পিএম says : 0
    কথা ঠিক বলছে কাদের ক্ষমতায় থাকতে হলে ভারতের দাসত্ব করতে হয় যেমন টা এখন আওয়ামী লীগ করছে ক্ষমতায় ঠিকে থাকতে। বিএনপি তাই আওয়ামী লীগ এর পন্থা অনুসরণ করছে
    Total Reply(0) Reply
  • Mr obaidol kadir whatever he said it’s 100% correct ৫ মার্চ, ২০২০, ৪:৩৮ এএম says : 0
    Mr.obaiduk kadir whatever he said about indian prime minister mr norendro modi ,he is 100% correct.
    Total Reply(0) Reply
  • Abul Bashar ৫ মার্চ, ২০২০, ৪:৩৯ এএম says : 0
    Mr.obaiduk kadir whatever he said about indian prime minister mr norendro modi ,he is 100% correct.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ