Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের ১২ স্টেটে আক্রান্ত শতাধিক ৩ মাসের বেতন দিলেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাসের চিকিৎসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টকে ২০১৯ সালের শেষ তিন মাসের বেতন দান করেছেন। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুবরণ করা সবাই ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটের সিয়াটল শহরের কাছের এই নার্সিং হোমেই নভেল করোনাভাইরাসে চারজনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটের সিয়াটল শহরের কাছের এই নার্সিং হোমেই নভেল করোনাভাইরাসে চারজনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এই রোগে মৃত্যু হয়েছে ছয় জনের। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৪৮ জন চীন ও জাপান থেকে ফিরিয়ে আনা। এদের মধ্যে ৪৫ জনই প্রমোদ তরী ডায়মন্ড প্রিন্সেসের যাত্রী, করোনাভাইরাস আতঙ্ক নিয়ে বিভিন্ন বন্দর ঘুরে জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙর করা ওই প্রমোদ তরীর যাত্রীদের মাধ্যমে আরও অনেক দেশে এই ভাইরাস ছড়িয়েছে। এর বাইরের তিনজন চীনের উহান থেকে ফিরিয়ে নেওয়া, যে শহরে প্রথম এই ভাইরাস সংক্রমণ দেখা দিয়েছিল। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ