মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশসহ দশটি দেশের নাগরিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কুয়েত সরকার। গতকাল মঙ্গলবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশের নাগরিকেরা কুয়েত দূতাবাসের সনদ দেখাতে পারলেই প্রবেশের অনুমতি পাবে। আর করোনাভাইরাস থেকে মুক্ত হলে পাওয়া যাবে ওই সনদ।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৮ মার্চ থেকে দশটি দেশের নাগরিকদের সেদেশে প্রবেশ করতে দূতাবাসের সনদ প্রয়োজন হবে। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মিসর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, শ্রীলঙ্কা, জর্জিয়া এবং লেবানন।
সংশ্লিষ্ট দেশের নাগরিকেরা নিজ নিজ দেশের কুয়েত দূতাবাস থেকে ওই সনদ সংগ্রহ করতে পারবে। কোনও দেশে দূতাবাস না থাকলে সেদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের সনদ নিতে হবে। তবে কুয়েতের নাগরিকদের এই সনদের প্রয়োজন পড়বে না বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল আরও জানায়, নির্দেশ অমান্য করা কোনো নাগরিককে ফেরত পাঠাতে অর্থ গুনবে না কুয়েত সরকার। নিজ খরচে তাকে ফিরে যেতে হবে। পাশাপাশি নির্দেশ অমান্য করার কারণে বহনকারী বিমান সংস্থাকে জরিমানা করা হবে।
মধ্যপ্রাচের দেশগুলোর মধ্যে ইরানের পর কুয়েতেই সবচেয়ে বেশি মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। এখনো দেশটিতে করোনায় মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে করোনা রুখতে যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করছে দেশটির সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।