পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আগমনের বিরোধিতা করতে গিয়ে বিএনপি মুজিববর্ষের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশ রক্তের বন্ধনে আবদ্ধ। ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা মুজিববর্ষে বাংলাদেশে আসবেন। এই উদ্যোগ বিএনপির পছন্দ হচ্ছে না। তাই বিএনপি ও তাদের দোসররা অশুভ শক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়ে বিরোধী মহল তৈরি করেছে।
গতকাল রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা ও সমন্বয়ের লক্ষ্যে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে প্রস্তুতি সভায় একথা বলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, মুজিববর্ষ উদযাপন সামনে রেখে আমাদের দেশে আবার সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা শুরু হয়েছে। আজ মির্জা ফখরুল ও তাদের দোসররা যে প্রপাগান্ডা করছেন, যে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন আসলে তাদের আমি বলবো তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগমন বিরোধিতা করতে গিয়ে মুজিববর্ষের বিষোদগার করছে।
সেতুমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদি বিশেষ কোনো ব্যক্তি নন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাত্তরের আমাদের প্রধান মিত্র ভারতের জনগণের প্রতিনিধি হিসেবে মুজিববর্ষে যোগ দিচ্ছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৭ মার্চ মুজিববর্ষের প্রেক্ষাপট বিশাল। ১৯৭১ সালে আমাদের যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় আমাদের মিত্র ও প্রতিবেশী দেশ ভারত। ভারতের জনগণ আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। আমাদের মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে মিশে আছে ভারতের সেনাবাহিনীর রক্ত। ভারতকে বাদ দিয়ে মুজিববর্ষ অর্থপূর্ণ হবে না।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আহমদ হোসেন, মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র প্রমুখ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমুখ।##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।