Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধাকে হারিয়ে শীর্ষে সাইফ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ৯:৩৬ পিএম

টানা দুই জয়ের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছিল সাইফ স্পোর্টিং। তবে আজ (মঙ্গলবার) দ্রাগো মামিচের ফুটবলাররা পেল তৃতীয় জয়। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো তারা। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জিতে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীকে (৭) টপকালো সাইফ। মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার শেষে মুক্তিযোদ্ধা।

ম্যাচের ১৭ মিনিটে সাইফ প্রথম গোল করে। কিরগিজস্তানের মুরোলিমঝন আখমেদভের ক্রসে দূরের পোস্টে থাকা ইয়াসিন আরাফাতের হেড শূন্যে থাকতেই আরিফুর রহমানের হেড জাল খুঁজে পায়। দ্বিগুণ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারতো সাইফ। কিন্তু কলম্বিয়ান ফরোয়ার্ড দেইনের আন্দ্রেস করদোবার ফ্রি কিক ঝাঁপিয়ে ঠেকান মুক্তিযোদ্ধা গোলকিপার মাহফুজ হাসান প্রীতম।

দ্বিতীয়ার্ধে সাইফ প্রতিপক্ষের রক্ষণে চাপ দিয়ে খেলতে থাকে। ম্যাচের এক ঘণ্টা পার না হতেই স্কোর হয় ২-০। ৫৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে আরিফুরের ক্রসে বল পেয়ে জাভেদ আহমেদ একাধিক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে গোল করেন। নিজেদের মাঠে মুক্তিযোদ্ধা গোল শোধে অনেক চেষ্টা করেও সফল হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ