Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজ হেরে সাংবাদিককে ধমক কোহলির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ৮:২৮ পিএম

নিউজিল্যান্ডের কাছে দুই টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্ট হেরে যাওয়ার পর সাংবাদিক সম্মেলনে গতকাল (সোমবার) মেজাজ হারালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন আউট হওয়ার পর বিরাটের উল্লাস প্রকাশের ভঙ্গী নিয়ে প্রশ্ন করেন ওই সাংবাদিক। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সাত উইকেটে ম্যাচ হারার পর মাঠে বিরাটের তথাকথিত অশ্লীল ভাষার ব্যবহার সংক্রান্ত ওই কিউই সাংবাদিকের প্রশ্ন একেবারেই হজম হয় নি কোহলির।

প্রশ্ন যা ছিল, তার মর্মার্থ এই, ‘বিরাট, মাঠে আপনার আচরণ সম্পর্কে কী বলবেন? উইলিয়ামসন আউট হওয়ার পর তাকে উদ্দেশ করে অশ্লীল ভাষা, দর্শকদের উদ্দেশ করে অশ্লীল ভাষা। ভারতের অধিনায়ক হিসেবে আপনার কি উচিত নয় মাঠে ভালো দৃষ্টান্ত স্থাপন করা।’ বিরাটের জবাব, ‘আপনার কী মনে হয়?’ ‘প্রশ্নটা তো আমি করেছি।’

এবার স্পষ্টতই বিরক্ত বিরাটের জবাব, ‘আমি আপনার কাছে উত্তর চাইছি। আপনি উত্তর খুঁজে বের করুন, আর প্রশ্নটাও আরেকটু ভালো করে করুন। অর্ধেক প্রশ্ন এবং ঘটনা সম্পর্কে অর্ধেক জ্ঞান নিয়ে এখানে আসতে পারেন না আপনি। তাছাড়া, যদি বিতর্ক সৃষ্টি করতে চান, তার জায়গা এটা নয়। আমি ম্যাচ রেফারির (রঞ্জন মদুগাল্লে) সঙ্গে কথা বলেছি, যা হয়েছে তা নিয়ে তার কোনও বক্তব্য নেই।’

ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে একই ঘটনা নিয়ে প্রশ্ন করা হয় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকেও। তবে উইলিয়ামসনের জবাব ছিল, ‘এই হলো বিরাট, মাঠে প্রাণ দিয়ে খেলে। আমার মনে হয় না এ নিয়ে খুব বেশি গভীরে যাওয়ার প্রয়োজন আছে।’

ঘটনার পর ভারতের অধিনায়কের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেন নি ম্যাচ রেফারি রঞ্জন মদুগাল্লে। গতকাল খেলা চলাকালীন কিউই ব্যাটসম্যানদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে আম্পায়ারদের হুঁশিয়ারির মুখে পড়েন ভারতীয় ফিল্ডাররা। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে টম ল্যাথাম ফাইন লেগের দিকে শট মেরে এক রান নিয়ে নেন অনায়াসে, কিন্তু ফিল্ডারদের মধ্যে কেউ চেঁচিয়ে বলেন, ‘টু (দুই)!’

সঙ্গে সঙ্গেই মাঠে আম্পায়ার বিরাটকে ডেকে কথা বলেন। তার বক্তব্য, ‘টু বলে চেঁচানো চলবে না। আপনারা ‘টু’ বলে চেঁচিয়েছেন। না আপনারা পারেন না, আপনারা চেঁচিয়েছেন, যথেষ্ট হয়েছে, প্লিজ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ