নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বর্তমান ক্রিকেট বিশ্বে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে ধরা হয়। রান মেশিন খ্যাত ভারতীয় অধিনায়ক প্রতিনিয়ত রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মাতেন। তবে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে একবারেই ব্যর্থ তিনি। সফরে যাচ্ছেতাই ব্যাটিং করেছেন সময়ের সেরা এই ব্যাটসম্যান।
নিউজিল্যান্ডে দুই টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি সব সংস্করণ মিলিয়ে ১১ ইনিংস খেলে ফিফটি করেছেন কেবল একটি। সেঞ্চুরি তো অনেক দূরের কথা। এর পেছনে কারণ কী? ভারতের হয়ে বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব কারণ বের করেছেন একটা।
কপিলের মতে, দৃষ্টিশক্তি কম হয়ে গেছে কোহলির। সে কারণে খেলতে পারছেন না তিনি। কপিল বলেন, ‘একটা নির্দিষ্ট সময় পর মানুষের দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমতে থাকে। সাধারণত, বয়স ত্রিশ হয়ে গেলে এটা হয়। সুইং বল, আগে যেসব বলে ও ফ্লিক করে চার মারত, এখন সেসব বলেই ও আউট হচ্ছে। দুবার আউট হয়েছে ওভাবে। আমার মনে হয়, ওর দৃষ্টিশক্তির কোনো একটা সমস্যা হচ্ছে। ওর দৃষ্টিক্ষমতা কমে যাচ্ছে, রিফ্লেক্স কমে যাচ্ছে। ভেতরে ঢোকা বলগুলোয় কোনো ব্যাটসম্যান বারবার বোল্ড হলে বা এলবিডব্লিউ হলে তাকে আরও বেশি বেশি করে অনুশীলন করতেই হবে।’
সমস্যাটা কি কেবলই কোহলির? কপিলের মতে শুধু কোহলিই নন এমন সমস্যা সব ব্যাটসম্যানেরই হয়, ‘১৮ থেকে ২৪ বছর বয়সে আমাদের দৃষ্টিক্ষমতা সবচেয়ে বেশি থাকে। কিন্তু এরপর দৃষ্টিশক্তি যাতে সব সময় প্রখর থাকে, সে ব্যাপারে কাজ করতে হয়। শেবাগ, দ্রাবিড়, ভিভ রিচার্ডস—সবাইকেই ক্যারিয়ারে এই যন্ত্রণা পোহাতে হয়েছে। সুতরাং কোহলিকে আরও বেশি খাটতে হবে, অনুশীলন করতে হবে। দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেলে টেকনিক নিয়ে কাজ করতে হয় অনেক বেশি। কোহলিকে সেটাই করতে হবে। যেসব বলে আগে সে ধুমধাড়াক্কা মারত, এখন সেসব বল খেলতেই তার কষ্ট হচ্ছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।