Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খাদ্য নিরাপত্তা নিয়েই সামনে যেতে চান শেকৃবির ছাত্র ফাইজুল

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

খাদ্য নিরাপত্তা নিয়েই দীর্ঘদিন ধরে গবেষণা করে যাচ্ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ছাত্র ফাইজুল ইসলাম। তার চিন্তা কিভাবে এ দেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। এ নিয়ে তার বিভিন্ন গবেষণা পত্রও প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নালে।
অর্থনীতি, ব্যবস্থাপনা ও সমাজবিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন এ বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন। আন্তর্জাতিক এ সম্মেলনে যোগ দিতে ২৮-২৯ জুলাই মালয়শিয়ার কুয়ালালামপুরে যাবেন তিনি। ‘বাংলাদেশের  ভঙ্গুর জনতার খাদ্য নিরাপত্তা ও মানব উন্নয়নে বিভিন্ন সংস্থার ভূমিকা’ শীর্ষক একটি গবেষণাপত্র উপস্থাপন করবেন।
এছাড়া ২১-২৩ নভেম্বরে জাপানের ওসাকা সিটিতে বসবে বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিষয়ক সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা তাদের নিজ নিজ দেশের গবেষণার ফলাফল তুলে ধরবেন। বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন রাজধানীর শেকৃবির এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ছাত্র ফাইজুল ইসলাম। ‘উপকূলীয় অঞ্চলে কৃষিতে লবণাক্ততার প্রভাব’ শীর্ষক তার একটি গবেষণাপত্র উপস্থাপন করবেন।
ফাইজুল ইসলাম বলেন, বিভিন্ন সংস্থা দেশের ভারনারাবোল জনতাকে সহযোগিতা করে। সহযোগিতাগুলো কিভাবে ব্যবহার করলে সাধারণ ভঙ্গুর জনতা তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। এটাই ছিল আমার গবেষণার প্রধান লক্ষ্য।    
ফাইজুল ইসলাম গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার চৌরখুলি গ্রামে জন্মগ্রহণ করেন। নয় ভাই-বোনের মধ্যে ষষ্ঠ ফাইজুল। ২০১০ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ছাত্রজীবনের শুরু থেকেই দেশের কৃষি, কৃষি বাজারজাতকরণ, ব্যবস্থাপনা, নারী ক্ষমতায়ন, শ্রমিক ও মজুরির নানা সমস্যা নিয়ে ভাবাতো ফাইজুলকে। হাত দেন গবেষণায়। এক এক করে নয়টি গবেষণা প্রকাশ করেন আন্তর্জাতিক জার্নালে।
এই শিক্ষার্থী বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় পারিবারভিত্তিক কৃষি বিপণনের ভূমিকা, বাংলাদেশের অর্থকারী ফসল আলুর ‘ভেলু চেইন’ উন্নয়ন কিভাবে করা যায়, বাংলাদেশে আলুর উৎপাদন ও বাজারজাকরণ সমস্যা ও সম্ভাবনা, বাংলাদেশে ই-ব্যাংকিং পদ্ধতির সমস্যা ও সম্ভাবনা, বাংলাদেশের পর্যটক শিল্পের পরিবেশের উপর প্রভাব, বাংলাদেশের নারী ক্ষমতায়নে পারিবাবিরক মতামতের গুরুত্ব, হাকম্যান ও ওল্ডহ্যাম এর মডেল অনুসারে বাংলাদেশের গার্মেন্টস চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সন্তুষ্টির বিচার ইত্যাদি নানা গবেষণা প্রকাশিত হয়েছে। দেশের কৃষিতে সমস্যা ও সম্ভাবনা গবেষণার মাধ্যমে তুলে ধরতে চাই। এ জন্য চাই সবার সহযোগিতা।
ফাইজুল আন্তর্জাতিক খাদ্য ও কৃষি বিপণন ব্যবস্থাপনা সংস্থা (আইএফএএমএ) বাংলাদেশের একমাত্র সদস্যপদ লাভ করেছেন। এছাড়া ব্যবসা শিক্ষায় ক্যারিয়ার নিয়ে তিনি একটি বই প্রকাশ করেছেন। বইটি  ‘বিবিএ’, ‘এমবিএ’ পড়ুয়া শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে সহায়ক হিসেবে কাজ করবে বলেন জানান তিনি।
ষ আবু তালহা সজীব



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্য নিরাপত্তা নিয়েই সামনে যেতে চান শেকৃবির ছাত্র ফাইজুল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ