Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুরকার সেলিম আশরাফ আর নেই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ১২:০১ এএম

‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’সহ অসংখ্য কালজয়ী গানের সুরকার সেলিম আশরাফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রোববার দিবাগত রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্ত্রী বিশিষ্ট কণ্ঠশিল্পী আলম আরা মিনু এই মৃত্যুর খবর দিয়ে লিখেছেন, অদির বাবা, বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ আর নেই। রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সবাই দোয়া প্রার্থী। উল্লেখ্য, চার বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন সেলিম আশরাফ। গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা প্রকট আকার ধারণ করায় রাজধারীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। র্সবশেষ গত ১৩ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ্য অবস্থায় রাজধানীর রামপুরায় বেটার লাইফ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। চিকিৎসা নিয়ে বেশ অর্থকষ্টে পড়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়ান। ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুরকার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ