রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভারতের দিল্লীতে নির্বিচারে মুসলিম গণহত্যা এবং মসজিদ-মাদরাসা ও মুসলমানদের বাড়ি-ঘর, সহায়-সম্পদের উপর অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উলামা পরিষদের আয়োজনে মৌলভীবাজার টাউন ঈদগাহ প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল বারী ধর্মপুরী, সহ-সভাপতি মাওলানা আহমেদ বেলাল, মাওলানা সৈয়দ মাসউদ আহমদ, মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, মাওলানা শেখ বদরুল আলম হামিদীসহ অন্যান্যরা।
বক্তাগণ সরকারের প্রতি দাবি জানান, মুজিববর্ষে যেন খুনি মোদি কে বাংলাদেশে আসতে দেয়া না হয়। এছাড়া কঠোর আন্দোলন গড়ে তোলা ও বিমান বন্দর ঘেরাও করে মোদি আগমনকে প্রতিহত করবে বলে হুশিয়ারি দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।