Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারপিটের মামলা করে বিপাকে

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
শ্রীপুরে মারপিটের ঘটনায় আদালতে মামলা করে বিপাকে পড়েছে এক নারী। হামলাকারীরা ওই নারীকে মামলা তুলে নিতে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, স্বামীর সাথে পরকীয়ার প্রস্তাবে প্রতিবাদ করে গাড়ারন গ্রামের সুরমীন সাখাওয়াত। এতে ক্ষিপ্ত হয়ে নয়নপুর গ্রামের কাশেমের স্ত্রী দুর্বৃত্তদের দিয়ে গত ৪ মে সুরমীনকে মাওনা চৌরাস্তায় কিতাব আলী প্লাজার দোতলায় কেনাকাটা করার সময় পিটিয়ে আহত করে। দুর্বৃত্তরা সুরমীনের সাথে থাকা টাকাসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। সুরমীন এ ঘটনায় আবুল কাশেম, খালেদা আক্তার, আব্দুল মতিন, শামীম, আব্দুল লতিফের নামে গাজীপুর আদালতে মামল (নং ৩৫১/১৬) দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্তরা মামলা তুলে নিতে সুরমীনকে অব্যাহত হুমকি দিচ্ছে। সুরমীন জানায়, কাশেমের স্ত্রী দীর্ঘদিন যাবৎ তার স্বামীকে মোবাইল ফোনে পরকীয়ার প্রস্তাব দিয়ে আসছে। বারবার বাড়ি গিয়ে পার্শ্ববর্তী লোকদের নিয়ে ওই নারীকে নিষেধ করার পরও সে ক্ষান্ত হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মারপিটের মামলা করে বিপাকে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ