Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পল্ট্রি ফার্মে ভাগ্যবদল আকলিমার

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
কৃষি কাজের মাধ্যমে কোনমতে স্বামী-সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী আকলিমা বেগম। কিন্তু সিডরের তা-বে সেই কৃষি ফসলের ব্যাপক ক্ষতি সাধন হলে আরো দারিদ্র্যর কবলে পরে তার পরিবারটি। পরিবারের সকলকে নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে থাকেন তারা। নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য যে অর্থনৈতিক সহযোগিতা দরকার তার সাপোর্ট দেয়ার কেউ না থাকায় কর্মহীন হয়ে পরে আকলিমার পরিবার। হতাশা আর নিরাশার মধ্যে যখন তার পরিবারের জীবন জীবিকা চলছিল তখন তার পরিচয় ঘটে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সাথে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কালকিনি শাখার ফায়েল খায়ের এগ্রো-ইনপুটস প্রোগ্রামের সদস্য হন আকলিমা। উক্ত প্রতিষ্ঠান থেকে তিনি বিনা লাভে কর্জ নিয়ে বাড়িতে একটি পোল্টি ফার্ম প্রতিষ্ঠা করেন। আর সেখানে পরিবারের সকলে মিলে শ্রম দিতে শুরু করেন। প্রথম বারেই সফল হয় হার না মানা আকলিমা। আর তার ধারাবাহিকতায় কর্জের পরিমাণও বাড়ে এবং পল্ট্রি ফার্মের আকার আয়াতন ও সংখ্যা বাড়তে থাকে। আকলিমার শ্রম ও উদ্যোগের কাছে হার মানে দারিদ্র্য। এ ব্যাপারে ভুক্তভোগী আকলিমা বলেন, আমার মত অনেকেই পরিবারের সকলকে নিয়ে কাজ করতে চায়। কিন্তু কর্মস্থল না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও বেকার থাকতে হয়। আর এতে সংসারে অভাব অনটনের মধ্যে জীবন পার করতে হয়। তবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মত বিনা লাভে কর্জ দেয়ার মত প্রতিষ্ঠান পেলে সফল হওয়া সম্ভব। কারণ তারা আমাকে বিনা লাভে কর্জ দেয়ার পাশাপাশি পশু ও কৃষি বিষয়ে ২টি ট্রেনিংও দিয়েছে। এতে আমার ফার্ম পরিচালনা করতে কোন সমস্যা হয়নি। আর আমরা নিজেদের প্রতিষ্ঠিত ফার্মে কাজ করে জীবিকা নির্বাহ করছি এবং পরিবার-পরিজন নিয়ে সুখে আছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পল্ট্রি ফার্মে ভাগ্যবদল আকলিমার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ