রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজারে তুচ্ছ ঘটনা নিয়ে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে নারীসহ অন্তত ৪ জনকে আহত করা হয়েছে। শনিবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামে এই ঘটনা ঘটে। হামলার সময় লুট করা হয়েছে একটি দোকান। জানা গেছে, গত শনিবার দিন ছিল চম্পকনগর গ্রামের বাবুলের ছেলে আলাউদ্দিনের বিয়ে। ওই দিন বিকালে পার্শ্ববর্তী তাতুয়াকান্দা থেকে বিয়ে শেষে নববধূসহ গাড়ি নিয়ে বাড়ির নিকটে আসলে বরযাত্রীর গাড়িবহরে থাকা যাত্রীদের সাথে বিপরীত দিক থেকে আসা রিকশা যাত্রী দুদু মিয়ার তর্ক হয়। তর্কের এক পর্যায়ে দুদু মিয়া তার বাড়িতে জানালে রাত ৯টায় দুদু মিয়াসহ ২০/২৫ জন লোক বিয়ে বাড়িতে হামলা চালায়। হামলায় সোলায়মান (৩৫), আছমা (২৫), ফাতেমা (২৮) ও লোকমান (৩৮)। এদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, এই ব্যাপারে আঃ আউয়াল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।