Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হোয়াইটওয়াশ হয়ে কোহলির বাজে আচরন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ৫:২০ পিএম

নিউজিল্যান্ডর বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশের লজ্জা পেলো ভারত। আজ (সোমবার) ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাত্র আড়াই দিনে কিউইদের কাছে হার মেনেছে প্রতিবেশি দেশটি। হতাশ বিরাট কোহলি সংবাদ সম্মেলনে করলেন বাজে আচরন।

এক সাংবাদিক প্রশ্ন তুলেছিলেন মাঠে কোহলির আচার-আচরণ নিয়ে। জবাবে কোহালি পাল্টা প্রশ্ন করেন, ‘আপনার কী মনে হয়?’ সেই সাংবাদিক বলে ওঠেন, ‘আমি তো আপনাকে প্রশ্ন করেছি।’ বিরাট ফের বলেন, ‘আমি আপনাকে এর উত্তর দিতে বলছি।’ সাংবাদিক তখন বলেন, ‘আরও ভাল উদাহরণ রাখা উচিত আপনার।’ কোহালি তখন বলেন, ‘আপনাকে বের করতে হবে ঠিক কী ঘটেছিল। আরও ভাল প্রশ্ন নিয়ে আসা উচিত ছিল আপনার। আপনি যা ঘটেছিল তার অর্ধেক প্রশ্ন বা অর্ধেক খবর নিয়ে এখানে আসতে পারেন না। আর আপনি যদি বিতর্ক তৈরি করতে চান, তবে এটা তার উপযুক্ত জায়গা নয়। আমি এটা নিয়ে ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেছি। যা ঘটেছে, তা নিয়ে তার কোনও সমস্যা নেই। ধন্যবাদ।’

এরপর খানিকটা স্বাভাবিক হয়ে কোহলি বলেন, ‘প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও একই অবস্থা। দীর্ঘক্ষণ ধরে আমরা সঠিক জায়গায় বোলিং করতে পারিনি। ওরা অনেক বেশি চাপ সৃষ্টি করেছিল। এটা হল আমাদের সঠিকভাবে পারফর্ম না করতে পারা আর নিউ জিল্যান্ড তাদের নিজেদের পরিকল্পনায় স্থির থাকার মিশ্রিত ফলাফল। আর আমাদের ব্যাটসম্যানরাও বোলারদের সামনে যথেষ্ট রান তুলে দিতে পারেনি। বোলিং আমাদের ভালো হয়েছে। ওয়েলিংটনেও আমার ভালো বোলিং করেছিলাম। অনেক সময় ভালো বোলিং করলেও ফল তোমার পক্ষে নাও যেতে পারে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ