রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জয়পুরহাট জেলা সংবাদদাতা
পাঁচবিবি উপজেলার ১নং বাগজানা ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে এলাকার দুস্থ হত দরিদ্রদের মাঝে বন্টনের জন্য আসা ভি.জি.এফের ৪ বস্তা চাউল গোপনে বিক্রি করে টাকা ভাগবাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠেছে ২ ইউপি সদস্যার বিরুদ্ধে। অভিযোগে জানা যায় ঈদুল ফিতর উপলক্ষে গত ৩০ জুন বাগজানা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দুস্থ হত দরিদ্রদের মাঝে জনপ্রতি ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়। জন প্রতি ২০ কেজি করে চাউল বিতরণের বাধ্যবাধকতা থাকলেও সেখানেও কোন কোন ওয়ার্ডে সর্বনিম্ন ২ কেজি করে চাউল কম দেওয়া হয়েছে। চাল দেওয়ার সময় পাল্লায় চালের মধ্যে ২ কেজি ওজনের বাটখাড়া দিয়ে দুস্থদের মাঝে ১৮ কেজি করে চাল দেওয়া হয়। এদিকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে কিছু ওয়ার্ডে ইউপি নির্বাচনে ভোট দেননি এমন দুস্থ পরিবার গুলোকে প্রতিহিংসা মূলক ভাবে ভি.জি.এফের চাল বিতরণের সিøপ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে অনেকে। ভিজিএফের সিøপ না পাওয়া ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক জানান বাগজানা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দুস্থদের মাঝে চাউল বিতরণ শেষে ৪নং ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যার যোগসাজশে গোডাউন থেকে নিয়ে আসা চাউলের ইনটেক ৪ বস্তা ( প্রতিবস্তায় ৫০ কেজি ) চাউল গোপনে পরিষদ সংলগ্ন একটি দোকানে বিক্রয় করে টাকা ভাগবাটোয়ারা করে নেয় ওই ইউপি সদস্য ও সদস্যা। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জামাত আলী বলেন, এরকম অভিযোগ আমি শুনেছি তবে এলাকায় গিয়ে ব্যবস্থা নিচ্ছি। অভিযুক্ত চাউল বিক্রেতা শহিদুল ইসলাম জানান, চাউল বন্টন করে ৪৬ কেজি চাউল উদ্ধৃত ছিল সেটি আজিজুলের নিকট বিক্রয় করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।