Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিশ্বকাপে হারে শুরু, হারেই শেষ সালমাদের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:২৯ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সব ম্যাচ হেরে শেষ করল বাংলাদেশ নারী ক্রিকেটাররা। সবশেষ ম্যাচে আজ (সোমবার) শ্রীলঙ্কার কাছে ৯ উইকেট হেরেছে! এই নিয়ে টানা চার ম্যাচ হারল লাল সবুজের প্রতিনিধিরা। ফলে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে সালমা-রুমানাদের।

আজ বাংলাদেশ ভোর ৬টায় শুরু হওয়া ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯১ রান করেছে বাংলাদেশ। জবাবে এক উইকেট হারিয়ে ২৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কান নারীরা।

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচেই ১৮ রানে হারে তারা। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানে পরাজিত হয়। তৃতীয় ম্যাচটি জিততে পারত কিন্তু ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে হারে ১৭ রানে। সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে তো পাত্তাই পায়নি। হেরেছে ৯ উইকেটে!



 

Show all comments
  • Abdul Kader ২ মার্চ, ২০২০, ১:২০ পিএম says : 0
    এতটা বাজে পারফর্মেন্সের কারন হল অতিরিক্ত আত্মবিশ্বাস.........।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ