নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়ানডে ক্রিকেটে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। রবিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৬৯ রানে হারিয়েছে টাইগাররা। এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন টাইগার ওপেনার লিটন দাস। তার ব্যাট থেকে আসে ১২৬ রান। মোহাম্মদ মিথুনও ভালো ব্যাট করেছেন। তিনি করেন ৫০ রান। তাই তো ম্যাচ শেষে এই দুই ব্যাটসম্যানকে প্রশংসায় ভাসালেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এদিন ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘এই ফরম্যাটে গত তিন চার-ম্যাচে আমরা ভালো করতে পারিনি। আমরা আপ টু দ্য মার্ক ছিলাম না। কিন্তু আজ সবাই ভালো করেছে। লিটন অসাধারণ ব্যাট করেছে। অন্যরাও তাকে ভালো সঙ্গ দিয়েছে। মিথুন ভালো ব্যাট করেছে। ছয় নম্বর পজিশনে ব্যাট করা মিথুনের জন্য সহজ ছিল না।’
তিনি আরো বলেন, ‘আপনি যদি আমাদের দলের দিকে তাকান তাহলে দেখবেন, সাইফউদ্দিন মাত্রই ইনজুরি থেকে ফিরেছে। আমি ৮ মাস আগে ওয়ানডে খেলেছি। আপনি ৩২২ রানের টার্গেট দিয়েছেন এটা কোনো বিষয় না। আপনাকে সঠিক জায়গায় বল করতে হবে। এটাই আমরা করতে পেরেছি। তিন বিভাগেই ছেলেরা ভালো খেলেছে। আপনি আপনার ফিল্ডিং নিয়ন্ত্রণ করতে পারেন। অনুশীলনে এটা নিয়েই আমরা কাজ করছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।