Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিবির সাপোর্ট স্টাফে নতুন সদস্য লি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ৯:০৬ পিএম

ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ শুরুর দিন সেখানে নিকোলাস ট্রেভর লি’কে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (রোববার) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি থেকে জানানো হয়েছে ‘হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স’ পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ইংলিশ ক্রিকেটার ট্রেভর লি’কে। চলতি বছরের মার্চ মাস থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত লি’র সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

হেড অব ফিজিক্যাল পারফরম্যান্সের দায়িত্ব পাওয়া এই ইংলিশম্যান জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস নিয়েও কাজ করবেন।

২০১০ সাল পর্যন্ত পেশাদার ক্রিকেট খেলেছেন ট্রেভর লি। অবসরের পরও ক্রিকেট সংশ্লিষ্ট কাজে জড়িয়ে ছিলেন। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে কাজ করেন তিনি।

এছাড়া ২০১৬ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কা জাতীয় দলের ট্রেনার হিসেবে কাজ করার নিয়োগ পান তিনি। এর আগে ১৩টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে ৩০.৬২ গড়ে ৪৯০ রান সংগ্রহ করেন লি। যেখানে তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ