রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জিটিভির কলাপাড়া প্রতিনিধি ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী করে আহত করা হয়েছে। প্রকাশিত সংবাদের জের ধরে কুয়াকাটার আলোচিত পর্যটক নির্যাতন ও গৃহকর্মী নির্যাতনসহ একাধিক মামলার প্রধান আসামি সোহাগ আকনসহ তার সাঙ্গপাঙ্গরা এ হামলার চালায়। গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে সংবাদ সংগ্রহকালে মহিপুরের আমতলায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা মনিরুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই-বাংলা মেডিক্যালে প্রেরণ করেন। তার ছেলে শিহাব হাওলাদার জানান, গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বাবা নিউজ করার জন্য আমাকে নিয়ে আমতলা এলাকায় গেলে স্থানীয় সোহগ আকন, রেজাউল আকন ও তামিম আকনসহ বেশ কয়েকজন সন্ত্রাসী বাবাকে ও আমাকে মারধর শুরু করে। এ সময় বাবার মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা বাবাকে বাঁচাতে আসলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সোহাগ আকনের সাথে মুডোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
কলাপাড়া হাসপাতালের ডা. মাহমুদুর রহমান জানান, সাংবাদিক মনিরুল ইসলামের বুকে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।
মহিপুর থানার ওসি (তদন্ত) মাহবুবুল আলম জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।