Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

জিটিভির কলাপাড়া প্রতিনিধি ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী করে আহত করা হয়েছে। প্রকাশিত সংবাদের জের ধরে কুয়াকাটার আলোচিত পর্যটক নির্যাতন ও গৃহকর্মী নির্যাতনসহ একাধিক মামলার প্রধান আসামি সোহাগ আকনসহ তার সাঙ্গপাঙ্গরা এ হামলার চালায়। গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে সংবাদ সংগ্রহকালে মহিপুরের আমতলায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা মনিরুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই-বাংলা মেডিক্যালে প্রেরণ করেন। তার ছেলে শিহাব হাওলাদার জানান, গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বাবা নিউজ করার জন্য আমাকে নিয়ে আমতলা এলাকায় গেলে স্থানীয় সোহগ আকন, রেজাউল আকন ও তামিম আকনসহ বেশ কয়েকজন সন্ত্রাসী বাবাকে ও আমাকে মারধর শুরু করে। এ সময় বাবার মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা বাবাকে বাঁচাতে আসলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সোহাগ আকনের সাথে মুডোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
কলাপাড়া হাসপাতালের ডা. মাহমুদুর রহমান জানান, সাংবাদিক মনিরুল ইসলামের বুকে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।
মহিপুর থানার ওসি (তদন্ত) মাহবুবুল আলম জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ