Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনন্দ আয়োজনে শিল্পী সমিতির পিকনিক সম্পন্ন

মারুফ সরকার : | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

জমকালো আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। গাজীপুরের মেঘবাড়িতে বসেছিল দেশের রূপালি জগতের তারাদের মেলা। গত শনিবার সকাল থেকেই চলচ্চিত্রাঙ্গনের তারকাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে মেঘবাড়ি। সকাল ৮টায় বিএফডিসি থেকে গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা করে চলচ্চিত্র অভিনয়শিল্পী ও আমন্ত্রিত অতিথিরা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন-চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, নৃত্য পরিচালক, সাংবাদিক, টেকনিশিয়ানসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজন। মেঘবাড়িতে আগে থেকেই অবস্থান করেছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান তারা। চলচ্চিত্রের প্রবীণ-নবীনসহ প্রায় ছয়শত শিল্পী একত্রিত হয়েছিলেন সেখানে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন উপলক্ষে একত্রিত হন তারা। প্রিয় সহকর্মী, বন্ধুদের একসঙ্গে পেয়ে উচ্ছ্বাস মেতে ওঠেন সবাই। শুরু হয় কুশল বিনিময়, খেলাধুলা, আড্ডা ও গান। প্রতিবারের মতো এবারও বনভোজনকে কেন্দ্র করে ছিল নানা আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বনভোজনে অংশ নেয়া প্রবীণ তারকাদের মধ্যে ছিলেন চিত্রনায়ক ফারুক, সোহেল রানা, ডিপজল, রুবেল, নূতন আলেকজান্ডার বো, উজ্জ্বল, জাবেদ, রিনা খান, সুব্রত, আমিন খান, অনন্ত জলিল, বর্ষা, শাহনূর, কেয়া, বাপ্পারাজ, আফজাল শরীফ, অপু বিশ্বাস, সম্রাট, জয় চৌধুরী, শিপন মিত্র, নাদিম, তানহা মৌমাছি, শাকিবা, সনি রহমান, অভি, সাইফ খান, শিরিন শিলা, আন্না, আইরিন সুলতানা, রাহা তানহা খান, আনিসুর রহমান মিলন, বাপ্পি চৌধুরী, আঁচল, দীঘি, জলি, বিপাশা, ইমন, নীড়, পুষ্পিতা পপি, দিপালী, আসিফ, মারুফ আকিব, শৈলী মান্না, রতন, অমৃতাসহ অনেকে। গান গেয়ে অনুষ্ঠান মাতান কন্ঠশিল্পী আসিফ আকবার, বাঁধন সরকার পূজা, বেলাল খান, রবি চৌধুরী, মম, আয়েশা মৌসুমীসহ আরও অনেকে। এদিন সন্ধ্যায় মেঘবাড়িতে অনুষ্ঠিত হয় তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্য দিয়েই শেষ হয় চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনের আয়োজন। এই পিকনিকে অপু বিশ্বাস উপস্থিত থাকলেও দেখা যায়নি শাকিব খান ও বুবলীকে। আসেননি আরেক দম্পতি মৌসুমী ও ওমর সানী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিকনিক সম্পন্ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ