প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. সোনিক দ্য হেজহগ
২. দ্য কল অফ দ্য ওয়াইল্ড
৩. বার্ডস অফ প্রে
৪. ব্যাড বয়েজ ফর লাইফ
৫. ব্রামস : দ্য বয় টু
দ্য কল অফ দ্য ওয়াইল্ড
ব্রামস : দ্য বয় টু
উইলিয়াম ব্রেন্ট বেল পরিচালিত হরর ফিল্ম ‘ব্রামস : দ্য বয় টু’। ‘স্পার্কল অ্যান্ড চার্ম’ (১৯৯৭), ‘স্টে অ্যালাইভ’ (২০০৬), ‘দ্য ডেভিল ইনসাইড’ (২০১২), ভেয়ার’ (২০১৩) এবং ‘দ্য বয়’ (২০১৬) বেল পরিচালিত ফিল্ম। ছেলে জ্যুডের (ক্রিস্টোফার কনভারি) আচরণ দিনে দিনে অদ্ভুত হয়ে যাচ্ছে দেখে মা লিজা (কেটি হোমস) উদ্বিগ্ন হয়ে উঠেছে। একদিন খেলনা টেডি ভালুকটিকে টুকরো টুকরো হয়ে পড়ে থাকতে দেখার পর সে মনস্তত্ববিদের ডা. লরেন্সের (অঞ্জলি জে) সঙ্গে কথা বলে। ডা. অঞ্জলী ছেলেকে নিয়ে কোনও নিরাপদ জায়গার চলে যাবার পরামর্শ দেয়। তারা একটি বিকল্প বাড়িতে গিয়ে ওঠে। রহস্যজনক আওয়াজ পাবার পর লিজার স্বামী খুঁজতে খুঁজতে মাটির নিচে ব্রামস দ্য ডলকে পায়। বাড়িতে নিয়ে এলে লিজা সেটিকে পরিষ্কার করে। কিন্তু এর পর জ্যুড বলে পুতুলটি তার সঙ্গে কথা বলে। সেই কথা শুনে তদন্ত করে তারা ভয়ানক কিছু হত্যার কথা জানতে পারে। কিন্তু পুতুলটির পরিকল্পনা তারা জানতে পারে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।