Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবিনা-মনিকার হ্যাটট্রিকে বিশাল জয় বসুন্ধরার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ৭:০৪ পিএম

টিকোটেক্স নারী ফুটবল লিগে দেশসেরা স্ট্রাইকার সাবিনা খাতুন ও মনিকা চাকমার হ্যাটট্রিকের সুবাদে বিশাল জয় তুলে নিল বসুন্ধরা কিংস। রোববার বিকেলে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বসুন্ধরা ১৩-০ গোলে বিধ্বস্ত করেছে স্পার্টন এমকে গ্ল্যাটিকো সিলেট এফসি’কে। বিজয়ী দলের হয়ে অধিনায়ক সাবিনা ও মনিকা চাকমা তিনটি করে গোল করেন। তহুরা ও মুন্নি করে দু’টি করে গোল। একটি আতœঘাতি গোল হলেও বাকি দু’টি করেন কৃষ্ণা রানী সরকার ও শিউলি আজিম।

কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাতœক খেলা উপহার দিয়ে একের পর এক গোল আদায় করে নেয় বসুন্ধরা। সিলেটের দলটি কোন প্রতিরোধই গড়তে তুলতে পারেনি। ম্যাচের ৫, ৪৫ ও ৭৩ মিনিটে সাবিনা তিন গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। ১৮, ২৩ ও ৭৬ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় হ্যাটট্রিক করেন মনিকা। তহুরার পা থেকে দুই গোল আসে ম্যাচের ৫৭ ও ৭৯ মিনিটে। ৮৫ ও ৮৮ মিনিটে মুন্নি করেন জোড়া গোল। কৃষ্ণা ৬ ও শিউলি ৪৫ মিনিটে করেন একটি করে গোল। ৬৮ মিনিটে সিলেটের মুক্তা দাস আতœঘাতি গোল করেন। ফলে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ