Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলোনসোর জোড়া গোলে হার এড়াল চেলসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২২ পিএম

প্রথমার্ধেই লিড নিয়েছিল চেলসি। তবে সেই স্বস্তি বিলীন হয়ে যায় দ্বিতীয়ার্ধে। চার মিনিটের মধ্যে দুইবার জালে বল পাঠিয়ে দলটির বিপক্ষে টানা তৃতীয় জয়ের আশা জাগায় বোর্নমাউথ। বিপদে ত্রাতা হয়ে আসেন মর্কোস আলোনসো। স্প্যানিশ এই ডিফেন্ডারের গোলে হার এড়িয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। ইংলিশ প্রিমিয়ার লিগে আজকের (শনিবার) ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। দুই অর্ধে একটি করে গোল করেন আলোনসো। বোর্নমাউথের হয়ে একটি করে গোল করেন জেফারসন লারমা ও জশুয়া কিং।

স্বাগতিকদের আক্রমণের ঝাপটা সামলে ধীরে ধীরে ছন্দে ফিরে চেলসি। ৩৩তম মিনিটে এগিয়েও যায় দলটি। রিস জেমসের ক্রসে অলিভিয়ে জিরুদের ফ্লিক পোস্টে লেগে ফিরে। ফিরতি বলে বাঁ পায়ের বুলেট গতির শটে জাল খুঁজে নেন আলোনসো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় বোর্নমাউথ। ৫৪তম মিনিটে রায়ান ফ্রেজারে কর্নারে খুব কাছ থেকে দারুণ হেডে জাল খুঁজে নেন লারমা। ৫৭তম মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। অরক্ষিত জ্যাক স্ট্যাসির নিচু ক্রসে একটুর জন্য পা ছোঁয়াতে পারেননি অ্যাডাম স্মিথ। ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি চেলসি গোলরক্ষক। ফাঁকায় থাকা কিং কাজে লাগান সুবর্ণ সুযোগ।

৭২তম মিনিটে জিরুদের বদলি নেমেই জালে বল পাঠান মিচি বাতসুয়াই। তবে বেলজিয়ান স্ট্রাইকার ছিলেন অফসাইড। ৮২তম মিনিটে গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় বোর্নমাউথ। ৮৫তম মিনিটে আলোনসোর গোলে সমতা ফেরায় চেলসি। ডি বক্স থেকে পেদ্রোর শট ঝাঁপিয়ে কোনোমতে ঠেকান গোলরক্ষক। ফিরতি বলে ছুটে গিয়ে হেডে ঠিকানায় বল পাঠান স্প্যানিশ ডিফেন্ডার আলোনসো।

আরেক ম্যাচে নিউক্যাসেল ও বার্নলির মধ্যকার খেলা ড্র হয়েছে ১-১ ব্যবধানে। ২৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চার নম্বরেই আছে চেলসি। সমান ম্যাচে বোর্নমাউথের পয়েন্ট ২৭।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ