Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হফেনহাইমের মাঠে বায়ার্নের মাঠে গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১১ পিএম

জার্মান বুন্দেসলিগায় নিজেদের ২৪তম ম্যাচে রীতিমতো গোল উৎসব করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। আজ (শনিবার) প্রতিপক্ষের জালে তারা গুনে গুনে দিয়েছে ৬ গোল। বায়ার্নের হয়ে ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনহো দিয়েছেন দুই গোল।

হফেইনহেইমের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরুতে গোলের দেখা পায় বায়ার্ন। ২ মিনিটেই গোল উৎসবের সূচনা করেন বায়ার্ন তারকা সার্জে জিনাব্রি। থমাস মুলারের অ্যাসিস্টে গোল দেন এ ফুটবলার। এর ৫ মিনিটে পর ব্যবধান বাড়ান জশুয়া কিমিচ।

প্রথমার্ধেই ৪-০ তে এগিয়ে যায় বায়ার্ন। ১৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন জশুয়া জিরকজি। ৩৩ মিনিটে প্রথমার্ধের শেষ ও নিজের প্রথম গোল করেন ব্রাজিলিয়ান ফুটবলার কৌতিনহো।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোলের দেখা পান কৌতিনহো। ৪৭ মিনিটেই থমাস মুলারের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। দলের ষষ্ঠ ও শেষ গোলটি দেন লিওন গোরেজকা। ৬২ মিনিটে কোরেন্তিন তলিসোর অ্যাসিস্টে গোল করেন তিনি।

গোল উৎসবের ম্যাচেও অবশ্য জয় নিয়ে শঙ্কায় পড়েছিল বায়ার্ন। নিজ ক্লাবের সমর্থকদের কারণে ম্যাচের শেষ দিকে বায়ার্নের জয় বঞ্চিত হওয়ার সম্ভাবনা জাগে। ৭৯ মিনিটে হফেনহেইমের মালিক দিয়েতমার হপের বিরুদ্ধে বায়ার্ন সমর্থকদের আক্রমণাত্মক ব্যানার ও গানের কারণে ম্যাচ বন্ধ ঘোষণা করেন রেফারি। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর অবশ্য মাঠে গড়ায় ম্যাচ। একই দিনে লিগের আরেক ম্যাচে ফ্রেইবার্গকে ১-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ