Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে খেলতে আপত্তি নেই মাশরাফির

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৪৩ পিএম

বিশ্বকাপের পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জিম্বাবুয়ে সিরিজ শুরু হওয়ার আগের দিন (শনিবার) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন মাশরাফি। জাতীয় দলের জার্সিতে শুধুই ওয়ানডে খেলা মাশরাফি একমাত্র ওয়ানডে খেলতে পাকিস্তান যাবেন কিনা এমন প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে। উত্তরে মাশরাফি জানিয়েছেন, দলের প্রয়োজনে যেকোনো জায়গায় খেলতে রাজী তিনি।

সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘সত্যি কথা বলতে কী, এই সিরিজের পর কী হবে জানি না। তবে বাংলাদেশ দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ডাকলে আমি থাকব।’

নিরাপত্তা ইস্যুতে বোর্ডের সিদ্ধান্তে আস্থা আছে বলেও জানান মাশরাফি। এ বোলিং অলরাউন্ডার বলেন, ‘ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক। ক্রিকেট বোর্ড আমাদের কথা একবার, দুইবার, তিনবার না, দশবার ভেবে সিদ্ধান্ত নেবে, এটাই আমি প্রত্যাশা করি। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত সব সময় চূড়ান্ত ভাবা উচিত। পাকিস্তান সফরে কোনো ক্রিকেটারের যেন কিছু না হয়, তা বোর্ড নিশ্চিত করবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ