Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রিয়াল-বার্সার এল ক্লাসিকোতে যত রোমাঞ্চ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৩১ পিএম

এল ক্লাসিকোর উত্তাপে ঘাটতি হয় না কখনো। বিশ্বসেরা দ্বৈরথে কালও হয়তো স্ফুলিঙ্গ ছুটবে। তবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ফর্ম বলতে গেলে টিমটিমে। দুই দলের সর্বশেষ দুটি ম্যাচই তার উৎকৃষ্ট উদাহরণ। যে ম্যানচেস্টার সিটির কাছে আগে কখনো হারেনি রিয়াল, তারাই গত বুধবার রাতে বার্নাব্যুতেই হেরে গেছে চ্যাম্পিয়নস লিগ নিয়ে বিপত্তিতে থাকা সিটির কাছে। বার্সেলোনা নাপোলির মাঠে গিয়ে করেছে ড্র। লিগে দুই দলের মোট পয়েন্ট এই মুহূর্তে ১০৮, গত ১৩ বছরের মধ্যে যা দ্বিতীয় সর্বনিম্ন। ফর্মে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে দুই দলই।

রিয়াল মাদ্রিদের সামনে ক্লাবের ১১৮তম প্রতিষ্ঠাবাষির্কীর আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এগিয়ে যাওয়ার সুযোগ। প্রথম লেগে ন্যু ক্যাম্পে গোলশূন্য ড্র করে দুই দল। আগামীকাল (রোববার) সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠ বার্নাব্যুতে সবশেষ এলক্লাসিকোতে রিয়াল জেতে ২০১৭ সালে। সেবার স্প্যানিশ সুপার কাপে জয় পেয়েছিল তারা। ফলে জিদানের সামনে বার্সেলোনার বর্তমান পারফরম্যান্স বেশ চ্যালেঞ্জিং। নানা রেকর্ড ও রোমাঞ্চ ছড়িয়ে আছে এল ক্লাসিকোর শতবর্ষী লড়াইয়ে। এসবই এখানে তুলে ধরা হলো:-

হ্যাটট্রিক :

এল ক্লাসিকোতে এ পর্যন্ত ২৮টি হ্যাটট্রিক হয়েছে। আর চারজন খেলোয়াড় দুইবার হ্যাটট্রিক করেছেন। সান্তিয়াগো বার্নাব্যু, জেইম লাজকানো ও ফেরেঙ্ক পুসকাস করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। আর বার্সেলোনার হয়ে এ কীর্তি লিওনেল মেসির। রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর এ রেকর্ড নেই। কারণ রিয়ালের জার্সিতে সবশেষ ১৯৯৫ সালে এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করেন ইভান জামোরানো।

বার্সা এগিয়ে :

সব ধরনের প্রতিযোগিতা মিলে ২৭৭তম বারের মতো মুখোমুখি হবে বার্সা-রিয়াল। এতে মাদ্রিদের ৯৯ জয়ের বিপরীতে বার্সার জয় ১১৫টি। তবে লা লিগায় দুই দল এখন সমতায় আছে। দুই দলেরই জয় ৭২টি করে।

বড় জয় :

১৯৪৩ সালে রিয়াল মাদ্রিদের বিতর্কিত ১১-১ গোলের জয় এখনো রেকর্ডে লেখা রয়েছে। তবে সামরিক শক্তি খাটানোর প্রতিবাদে সেদিন বার্সেলোনার খেলোয়াড়েরা নাকি মাঠে দাঁড়িয়ে ছিলেন। এ ছাড়া লিগে ১৯৩৫ সালে বার্সেলোনাকে ৮-২ ব্যবধানে হারিয়েছিল রিয়াল। আর বার্সেলোনা প্রতিশোধ হিসেবে ১৯৫০ সালে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৭-২ গোলে হারায়।

গোল সংখ্যায় মেসি :

এল ক্লাসিকোতে গোলের রেকর্ডে মেসি অনেক এগিয়ে। ২৬ টি গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে ১৮টি গোল করেন রিয়ালের আলফ্রেডো ডি স্টেফানো ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

টানা জয় :

টানা পাঁচটি এল ক্লাসিকো জয়ের রেকর্ড গড়েছিলেন বার্সার সাবেক বস পেপ গার্দিওলা। ২০০৮ থেকে ২০১০ সালে এ কীর্তি গড়েন তিনি। অপরদিকে, ১৯৬২ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত টানা সাত এল ক্লাসিকোতে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছিল রিয়াল। টানা গোল করার রেকর্ডেও বার্সেলোনা এগিয়ে আছে। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ২৪ ম্যাচে গোল পেয়েছে কাতালানরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ