নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টেস্টে ভরাডুবির পর আগামীকাল (রোববার) থেকে বাংলাদেশের বিপক্ষে শুরু হচ্ছে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ। যেখানে শেভরনদের নেতৃত্ব দিবেন চামু চিবাবা। নতুন ফরম্যাট, নতুন অধিনায়ক। তাইতো বাংলাদেশের মাটিতে তাদের যে হারের রেকর্ড সেটা বদলাতে চায় তারা।
যেমনটা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন চিবাবা, ‘বাংলাদেশের মাটিতে আমাদের রেকর্ড ভালো নয়। কিন্তু আমরা সেটা বদলাতে চাই। এবার তাদের বিপক্ষে আমরা তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলব। আমার মনে হয় বদলানোর দারুণ সুযোগ আমাদের সামনে। টেস্টে আমরা হেরেছি। এবার কিন্তু ভিন্ন ফরম্যাট। আমি মনে করি এই ফরম্যাটটা আমাদের সঙ্গে বেশ যায়। আমরা ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আশা করছি আমরা দারুণ একটি সুযোগ তৈরি করতে পারব।’
গেল দশ বছরে বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে জয় না পাওয়া জিম্বাবুয়ে দলকে কিভাবে উজ্জীবিত করবেন চিবাবা? তিনি বলেছেন, ‘জিম্বাবুয়ে দলকে আগামীকাল নেতৃত্ব দিতে পারাটা আমাদের জন্য বিরাট সম্মানের। আমি খুবই উচ্ছ্বসিত। আমরা বাংলাদেশের মাটিতে ধারাবাহিকভাবে গেল কয়েক বছর ধরে খেলছি। যদিও এখানে আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি এর আগে। তবে আমরা সেটা এবার বদলাতে চাই। ড্রেসিং রুমে আমরা আমাদের মানসিকতা বদলাতে চাই। আমরা নিজেদের মধ্যে এই আত্মবিশ্বাস আনতে চাই যে আমরাও এই কন্ডিশনে জেতার সামর্থ রাখি। আমাদের প্রস্তুতি ভালো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।