বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুজিববর্ষ উপলক্ষ্যে ২০ দিনব্যাপী ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগ। ‘নব প্রজন্মের নব চেতনার বঙ্গবন্ধু’ এই স্লোগানকে সামনে রেখে জেলা ও মহানগর আওয়ামী লীগ একযোগে পালন করবে এই উৎসব। আগামী ৭ থেকে ২৬ মার্চ- এই ২০ দিনব্যাপী টানা কর্মসূচি পালন করবে দলটি। ২০ দিনব্যাপী কর্মসূচির মধ্যে অন্যতম হচ্ছে- ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া রক্তে বান ডাকা সেই ঐতিহাসিক তেজস্বী ভাষণ সিলেটের যারা সরাসরি শুনেছেন তাদের সম্মাননা দেবে আওয়ামী লীগ। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ভাষণ শ্রবণকারীদের খুঁজে বের করে একটি তালিকা তৈরি করছে মহানগর আওয়ামী লীগ। তালিকাটি মহানগরের সাধারণ সম্পাদক জাকির হোসেনের তত্ত্বাবধানে হচ্ছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৭৯১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে যেই সময় বঙ্গবন্ধু ভাষণ শুরু করেছিলেন ঠিক সেই সময়ে সিলেট আওয়ামী লীগের ২০ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। '৭ মার্চ রেসকোর্স ময়দানে আমিও ছিলাম' শিরোনামে বঙ্গবন্ধুর ভাষণ প্রত্যক্ষ শ্রবণকারীদের সম্মাননা প্রদান এবং তাদের স্মৃতিচারণের মধ্য দিয়ে শুরু হবে উদ্বোধনী দিনের অনুষ্ঠান। এর পর ২৬ মার্চ পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির মধ্যে থাকবে- বঙ্গবন্ধুর ছবি আঁকা, র্যালি, আলোর মিছিল, বাংলার পণ্যমেলা, আলোচনা সভা, ‘নবপ্রজন্মের বঙ্গবন্ধু’ শীর্ষক চারটি সেমিনার, ৭ই মার্চের ভাষণ, স্মারকগ্রন্থ প্রকাশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি। দলীয় সূত্র জানায়, আগামী দু’একদিনের মধ্যে মুজিববর্ষের বিষয়ভিত্তিক কর্মসূচির সময় ও স্থান উল্লেখ করে গণমাধ্যমে তথ্য প্রদান করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।