Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এল’ক্লাসিকোতে জয় চান পিকে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ৭:০২ পিএম

স্প্যানিশ ফুটবল লিগের দ্বিতীয় ও শেষ এল’ক্লাসিকোতে আগামীকাল (শনিবার) মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রথম পর্বের এল’ক্লাসিকো গোলশুন্য ড্র হয়েছিলো। তবে লিগের দ্বিতীয় ও শেষ এল’ক্লাসিকোতে জয় চান বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে। শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কিছুই ভাবতে পারছেন না পিকে।

লা-লিগায় টানা চার জয়ের স্বাদ নিয়ে এল’ক্লাসিকোতে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। তবে ধাক্কাও সাথে রয়েছে তাদের। কারন গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির সাথে ১-১ গোলে ড্র করেছে বার্সা। তবে এই স্মৃতি ভুলে যেতে চায় বার্সেলোনা। কারন রিয়ালের বিপক্ষে ম্যাচটি মর্যাদার লড়াই।

এই মর্যাদার লড়াইয়ের সাথে শিরোপারও সম্পৃক্ততা রয়েছে বার্সেলোনার। কারন ২৫ ম্যাচ শেষে ১৭ জয়, ৪টি করে হার-ড্র’তে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সা। মাত্র ২ পয়েন্ট পেছনে থেকে বার্সার সাথে শিরোপা দৌঁড়ে রয়েছে রিয়াল। ২৫ ম্যাচ শেষে ১৫ জয়, ২টি হার ও ৮টি ড্র’তে ৫৩ পয়েন্ট রিয়ালের।

তাই শিরোপা ও মর্যাদার লড়াইয়ের কথা মাথায় রেখে রিয়ালের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবতে পারছেন না পিকে, ‘আমাদের জন্য এই জয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পা পিছালেই শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়বো। তবে এই ম্যাচটি আরও একটি কারনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এল’ক্লাসিকোর ম্যাচ এটি। এমন ম্যাচ জিততে মরিয়া থাকে দু’দলই। আমরাও জিততে চাই। দলের সবাই ম্যাচটি জিততে চাইছে।’

তবে জয় যে সহজে আসবে না, তা ভালোই বুঝেন পিকে, ‘এ ম্যাচে আমাদের রিয়ালের মাঠে খেলতে হবে। জিততে হলে সেরাটা ঢেলে দিতে হবে আমাদের। রিয়াল সহজে ছাড় দিবে না।’

নাপোলির সাথে ড্র’র স্মৃতি ভুলে যেতে চান পিকে। তিনি বলেন, ‘নাপোলির সাথে ড্র’টি ছিলো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। ঐ ম্যাচ নিয়ে আমরা এখন বসে নেই। কারন আমাদের সামনে অনেক বড় ম্যাচ অপেক্ষা করছে। তাই নতুন ভাবে, নতুন উদ্যমে এল’ক্লাসিকো খেলতে নামতে চাই আমরা এবং জয় নিয়ে মাঠ ছাড়তে চাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ